Shah Rukh in Jawan

ছবির প্রযোজক বলে কথা, ‘জওয়ান’-এর সম্পাদনার সময় কোন বিষয় নিয়ে খবরদারি করেছিলেন শাহরুখ?

গত ৭ সেপ্টেম্বর বিশ্ব জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘জওয়ান’। মুক্তির ১০ দিনের মধ্যেই দুনিয়াজোড়া বক্স অফিসে ৭০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে শাহরুখ খানের প্রথম প্যান ইন্ডিয়ান ছবি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
মুম্বই শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৩ ১৮:০২
Shah Rukh Khan in Jawan.

‘জওয়ান’-এ শাহরুখ খান। ছবি: সংগৃহীত।

দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে গত ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘জওয়ান’। শুধু এ দেশে নয়, দুনিয়া জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অ্যাটলি পরিচালিত শাহরুখ খানের প্রথম প্যান ইন্ডিয়ান ছবি। ১০ দিনের আগেই ছবির বক্স অফিস ব্যবসা ছাড়িয়ে গিয়েছে ৭০০ কোটি টাকার গণ্ডি। দ্বিতীয় সপ্তাহে এসেও দুরন্ত গতিতে ছুটছে ‘জওয়ান’। বক্স অফিসে নিজের নজির নিজেই ভেঙেছেন বলিউডের বাদশা। দর্শক ও অনুরাগীদের মন জয় করেছেন তো বটেই। পাশাপাশি, ছবির প্রযোজক হিসাবে ব্যবসায়িক দিক দিয়েও লাভবান হয়েছেন শাহরুখ। অভিনেতা ও তারকা শাহরুখ তো এক রকম। প্রযোজক হিসাবে ছবির সেটে ঠিক কেমন বলিউডের বাদশা? সম্প্রতি ‘জওয়ান’-এর সাফল্য উদ্‌যাপনের মঞ্চে শাহরুখের সেই রূপ ফাঁস করলেন ছবির সম্পাদক।

Advertisement

‘জওয়ান’-এর মুখ শাহরুখ। তবে শাহরুখ ছাড়াও ছবিতে কাজ করেছেন নয়নতারা, বিজয় সেতুপতির মতো তাবড় দক্ষিণী তারকারা। বিশেষ চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তা ছাড়াও, সান্যা মলহোত্র, সঞ্জীতা ভট্টাচার্য, লেহর খান, প্রিয়ামণির মতো অভিনেত্রীরা পর্দায় থেকেছেন ‘চিফ’ শাহরুখের ‘গার্ল গ্যাং’ হয়ে। সম্প্রতি ‘জওয়ান’-এর সাফল্য উদ্‌যাপনের মঞ্চে ছবির সম্পাদক রুবেন জানান, ছবির সম্পাদনা চলাকালীন নাকি তাঁকে কড়া নির্দেশ দিয়েছিলেন প্রযোজক শাহরুখ। কী সেই নির্দেশ? রুবেন বলেন, ‘‘শাহরুখ আমাকে এসে বলেছিলেন, ওঁর দৃশ্য কমিয়ে বিজয়ের দৃশ্য, গার্ল গ্যাঙের দৃশ্য বেশি করে ছবিতে রাখতে।’’ সাধারণত তাঁর মতো তারকার কাছ থেকে এমন আর্জি প্রত্যাশা করেননি ছবির সম্পাদক। রুবেনের কথায়, ‘‘কেন ওঁকে বাদশা বলা হয়, ওঁর সঙ্গে কাজ করে বুঝেছি।’’

মুক্তির আগে একাধিক বার নিজের ‘আস্ক এসআরকে’ সেশনে শাহরুখ জানিয়েছিলেন, ‘জওয়ান’ আদপে নারীশক্তিকে তুলে ধরার ছবি। নয়নতারা, দীপিকার মতো তারকাদের পাশাপাশি সান্যা, প্রিয়ামণির মতো অভিনেত্রীরাও যাতে কোনও অংশে সুযোগ কম না পান, সে দিকে কড়া নজর রেখেছিলেন বাদশা।

আরও পড়ুন
Advertisement