Shah Rukh Khan & Salman Khan

শাহরুখ-সলমনকে নিয়ে কাজ করতে হিমশিম! দুই খানের দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়েছিলেন পরিচালক

এই ছবির গল্পের উপর কোনও বিশ্বাসই ছিল না শাহরুখ ও সলমনের। এমনকি এই তথ্যচিত্রে শাহরুখ নিজেই স্বীকার করেছেন, তিনি সেই সময় দুর্ব্যবহার করতেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ১৯:০৯
Shah Rukh Khan and Samlan Khan created trouble while working in Rakesh Roshan\\\\\\\'s Karan Arjun

শাহরুখ-সলমনের জন্য কালঘাম ছোটে পরিচালকের। ছবি: সংগৃহীত।

‘কর্ণ অর্জুন’ ছবির পরিচালনা করতে গিয়ে কালঘাম ছুটেছিল রাকেশ রোশনের। আর তার অন্যতম কারণ ছিলেন ছবির দুই নায়ক শাহরুখ খান ও সলমন খান। সম্প্রতি মুক্তি পেয়েছে তথ্যচিত্র সিরিজ় ‘দ্য রোশনস’। সেখানেই শাহরুখ ও সলমনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন রাকেশ রোশন। এ-ও জানিয়েছেন, রোজ শুটিংয়ে যাওয়ার আগে ঈশ্বরের কাছে প্রার্থনাও করতেন তিনি।

Advertisement

এই ছবির গল্পের উপর কোনও বিশ্বাসই ছিল না শাহরুখ ও সলমনের। এমনকি এই তথ্যচিত্রে শাহরুখ নিজেই স্বীকার করেছেন, তিনি সেই সময় দুর্ব্যবহার করতেন। সেই জন্য নাকি রাকেশ রোশনের স্ত্রীর কাছে বকুনিও খেয়েছিলেন বাদশাহ ও ভাইজান। রাকেশ ভয়ে ভয়ে থাকতেন, পাছে তিনি মাথা গরম করে ফেলেন।

পরিচালক বলেন, “সব ছবিতেই আমি নিশ্চিন্তে কাজ করেছি। শুধু ‘কর্ণ অর্জুন’ ছবিতে প্রথম থেকেই সমস্যা লেগে থাকত। এক এক দিন ভাবতাম, কেন এ সব ঘটছে। তবুও মেনে নিতাম। প্রতি দিন সকালে প্রার্থনা করতাম, আমি যেন মেজাজ না হারিয়ে ফেলি। এই ছেলে দুটো অপরিণত। ওরা যেমন আচরণ করছে করুক। আমার যেন মাথা গরম না হয়। আমার কাজটা যেন সম্পূর্ণ হয়। নির্দিষ্ট দিনের মধ্যেই সেই ছবির কাজ শেষ করেছিলাম।”

ছবির গল্প নিয়ে কোনও আগ্রই ছিল না সলমন ও শাহরুখের। পরিচালকের কথায়, “ওদের কোনও আগ্রহই ছিল না। মনে আছে, এক দিন একটা দৃশ্যের শুটিংয়ের সমস্ত কিছু প্রস্তুত হয়ে গিয়েছে। সূর্য ডোবার মুখে তখন। কিন্তু ওদের দেখা নেই। একেবারে শেষ মুহূর্তে ওরা এল আর তাড়াহুড়ো করে শুটিং করল।”

সিরিজ়ে অভিজ্ঞতা ভাগ করে নেন শত্রুঘ্ন সিংহও। তিনি বলেন, “ওরা সত্যিই খুব যন্ত্রণা দিয়েছিল রাকেশকে। কোনও সহযোগিতা করেনি।” এমন পরিস্থিতি দেখে রাকেশের স্ত্রী খুব বকাঝকা করেছিলেন দুই খানকে। শাহরুখের কথায়, “সলমন আর আমার মধ্যে আমার আচরণ তুলনামূলক ভাল ছিল। অন্তত সামনে আমি ভাল ব্যবহার করতাম। আমরা দুই বাচ্চা মিলে পিতৃসম এক ব্যক্তিকে খুব জ্বালিয়েছিলাম।”

Advertisement
আরও পড়ুন