Hemant Kher Seeks Work

অভিনয়ের পাশাপাশি তালিম দিয়েছেন তারকাদেরও, এখন নিজেই কাজ খুঁজছেন ‘স্ক্যাম ১৯৯২’ অভিনেতা

‘ন্যাশনাল স্কুল অফ ড্রামা’র প্রাক্তনী। নিজে অভিনয় করার পাশাপাশি তালিমও দিয়েছেন অন্যদের। কাজের খোঁজে এ বার সমাজমাধ্যমে আর্জি জানালেন সেই অভিনেতাই।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৩ ১৬:৩৬
Scam 1992 actor Hemant Kher asks for work on Twitter.

স্বীকৃতি পেলেও মেলেনি কাজ, সমাজমাধ্যমেই আর্জি অভিনেতা হেমন্ত খেরের। ছবি: সংগৃহীত।

পেশায় তিনি অভিনেতা। তবে নিজের অভিনয়ের চেয়ে বেশি অন্যকে অভিনয়ের তালিম দিয়েছেন তিনি। গত দেড় দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন হেমন্ত খের। অথচ এখনও তেমন ভাবে অভিনেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি। কাজ পেতে এ বার সমাজমাধ্যমের সাহায্য নিলেন তিনি। টুইটারের পাতায় নিজের পরিচয় দিয়ে কাজের আর্জি জানালেন ‘স্ক্যাম ১৯৯২’ খ্যাত অভিনেতা।

২০২০ সালে মুক্তি পেয়েছিল ‘স্ক্যাম ১৯৯২’। হনসল মেহতা পরিচালিত এই ওয়েব সিরিজ় ঝড় তুলেছিল ওটিটি প্ল্যাটফর্মে। অতিমারি ও লকডাউনের বাজারে যখন সবেমাত্র গতি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম, সেই সময় দর্শক ও সমালোচকের দ্বারা প্রশংসিত হয়েছিল এই ওয়েব সিরিজ়। সিরিজ়ে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল হেমন্ত খেরকে। নিজের অভিনয়ের জন্য নজরেও পড়েছিলেন তিনি। অথচ তার প্রায় তিন বছর পরেও সেই একই তিমিরে তাঁর কর্মজীবন। তাই এ বার সমাজমাধ্যমেই কাজ চেয়ে বসলেন অভিনেতা। টুইটারের পাতায় হেমন্ত লেখেন, ‘‘লেখক, চিত্রনাট্যকর, পরিচালক, কাস্টিং পরিচালকদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের ছবি, ওয়েব সিরিজ়, শর্ট ফিল্মে কাজ করার জন্য আমাকে সুযোগ দিন। অভিনেতা হিসাবে নতুন ধরনের কাজ করার জন্য আমি মুখিয়ে রয়েছি।’’

Advertisement

ন্যাশনাল স্কুল অফ ড্রামার প্রাক্তনীর দাবি, অভিনয়টা তিনিই ভালই করেন। তাই ভবিষ্যতেও সেটাই করতে চান তিনি। এত দিন টেলিভিশন, থিয়েটারে অভিনয় করেছেন। পাশাপাশি কাজ করেছেন অ্যাক্টিং কোচ হিসাবেও। এ বার নিজের অভিনয়ে মন দিতে আগ্রহী হেমন্ত খের। সে কথা মাথায় রেখেই সমাজমাধ্যমে আর্জি জানিয়েছেন অভিনেতা।

বছর ছয়েক আগে সমাজমাধ্যমে একই ভাবে কাজ চেয়ে আর্জি রেখেছিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী নীনা গুপ্ত। তাতে কাজও হয়েছিল। বলিউডে এখন অন্যতম পরিচিত মুখ তিনি। মাস খানেক আগে একই রাস্তায় হেঁটে অনুরাগ কাশ্যপের কাছে কাজের আবেদন করেন টেলিভিশনের জনপ্রিয় মুখ দিব্যা অগরওয়াল। এ বার সেই রাস্তায় হাঁটলেন হেমন্ত খেরও।

Advertisement
আরও পড়ুন