Sara Ali Khan

Bollywood: ছবির ছাত্রছাত্রীদের মধ্যে রয়েছেন বলিউডের এক নায়িকা, দেখুন তো চিনতে পারেন কি না

শনিবার ইনস্টাগ্রামের স্টোরিতে স্কুলে পড়ার সময়ের একটি ছবি দিয়েছেন অভিনেত্রী। দেখা যাচ্ছে, ছবিতে সারি দিয়ে বসে তাঁর সহপাঠীরা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৯ জুন ২০২১ ২১:৩৯
স্মৃতিতে ভেসেছেন সইফ-কন্যা।

স্মৃতিতে ভেসেছেন সইফ-কন্যা।

স্মৃতির পাতা উল্টে দেখলেন সারা আলি খান। ফিরে গেলেন শৈশবে।

শনিবার ইনস্টাগ্রামের স্টোরিতে স্কুলে পড়ার সময়ের একটি ছবি দিয়েছেন অভিনেত্রী। দেখা যাচ্ছে, ছবিতে সারি দিয়ে বসে সারার সহপাঠীরা। প্রথম সারির একদম ডানদিকে রয়েছে ছোট্ট সারা। প্রত্যেকের পরনে সাদা টি-শার্ট এবং তার উপর লেখা তিনটি ইংরেজি অক্ষর ‘বিএমএস’। একদম পিছনের সারিতে ছিলেন শিক্ষিকারাও।

Advertisement

ছোটবেলায় মুম্বইতে পড়াশোনা করেন সারা। পরবর্তীকালে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় চলে যান অভিনেত্রী। সেখানে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন সইফ আলি খান এবং অমৃতা সিংহের কন্যা। পড়াশোনায় আগাগোড়াই ভাল হলেও শুরু থেকে অভিনয়কে পেশা হিসেবে বেছে নিতে চেয়েছিলেন সারা। ২০১৮ সালে অভিষেক কপূর পরিচালিত ‘কেদারনাথ’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। এই ছবিতে প্রয়াত সুশান্ত সিংহ রাজপুতের বিপরীতে অভিনয় করেছিলেন সারা।

Advertisement
আরও পড়ুন