salman khan

সলমনের নিরাপত্তা নিয়ে সকলে চিন্তিত, সুরক্ষিত জীবন পেতে ভাইজানকে বিশেষ পরামর্শ অনুপ জলোটার

বাবা সিদ্দিকির হত্যার পরে সলমন খানের নিরাপত্তা নিয়ে চিন্তিত সকলেই। বিশ্নোইদের সঙ্গে সমস্যা মেটাতে অভিনেতাকে বিশেষ পরামর্শ দিলেন সঙ্গীতশিল্পী অনুপ জলোটা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৪ ১৯:৫৬
Salman Khan should apologise amid ongoing security issues for the blackcuck case says Anup Jalota

(বাঁ দিকে) সলমন খান, অনুপ জলোটা। ছবি: সংগৃহীত।

বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের পর থেকেই সলমনের নিরাপত্তা নিয়ে চর্চা শুরু হয়েছে। গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের দলের তরফে অভিনেতাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়। তার পর সলমনের বাবা সেলিম খান দাবি করেন, সলমন জীবনে কোনও প্রাণীহত্যা করেননি। এই প্রসঙ্গে ভাইজানকে বিশেষ অনুরোধ করলেন গজ়ল শিল্পী অনুপ জলোটা।

Advertisement

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সলমন প্রসঙ্গে মনের কথা জানান অনুপ। ১৯৯৮ সালে ছবির শুটিংয়ের ফাঁকে জোধপুরে কৃষ্ণসার হরিণহত্যা মামলার জেরে এখনও বিশ্নোই সম্প্রদায় সলমনের উপরে চটে রয়েছে। অনুপ বলেন, ‘‘কে কাকে হত্যা করেছে, কেন করেছে, সে সব বিচার করার সময় এটা নয়। মাথায় রাখতে হবে, সলমনের কাছের বন্ধু বাবা সিদ্দিকিকে এই ঘটনার জেরেই খুন করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এখন দু’পক্ষের সমস্যাটা কী ভাবে মেটানো যায়, সেটা ভাবতে হবে।’’

অনুপের মতে, পরিস্থিতি ঠান্ডা করতে হলে সলমনের আপাতত ক্ষমা চেয়ে নেওয়া উচিত। তিনি বলেন, ‘‘আমি সলমনেকে অনুরোধ করব, নিজেকে এবং পরিবারের সকলের নিরাপত্তা সুনিশ্চিত করতে মন্দিরে গিয়ে ক্ষমা চেয়ে নিতে। আমার বিশ্বাস, ওঁরা (বিশ্নোই সম্প্রদায়) ওর ক্ষমা প্রার্থনা মেনে নেবেন।’’ এর ফলে সলমন ভবিষ্যতে একটি সুস্থ জীবনযাপনের পথ খুঁজে পাবেন বলেই মনে করছেন অনুপ। তাঁর কথায়, ‘‘ও কৃষ্ণসার হরিণ হত্যা করেছিল কি না, সেটা বিচার করার সময় এটা নয়। ওর ক্ষমা চেয়ে নেওয়া উচিত।’’

আরও পড়ুন
Advertisement