Salman Khan

সলমন সকলের পাশে থাকেন, তাঁর পাশে কেউ নেই! ভাইজানের অবস্থায় মন ভাঙছে অনুরাগীদেরও

অন্য তারকাদের ছবি মুক্তি পেলে সলমন উৎসাহ দিয়ে থাকেন। প্রকাশ্যে সেই ছবি দেখার আবেদন করেন। কিন্তু তাঁর ছবির বেলায় যেন গোটা বলিউড নীরব।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ১৫:০৪
Salman Khan said that everybody needs support before releasing a film

সলমনের পরিস্থিতি দেখে ভেঙে পড়েছেন অনুরাগীরা। ছবি: সংগৃহীত।

‘সিকন্দর’ নিয়ে আলোচনা জারি রয়েছে। কিন্তু বক্স অফিস সংগ্রহ হতাশ করছে সলমন খানের ছবির। মাথায় মৃত্যুর খাঁড়া নিয়ে শুটিং করছিলেন সলমন। তাই এই ছবি নিয়ে তাঁর অনুরাগীদের প্রত্যাশা ছিল তুঙ্গে। তবে সব প্রত্যাশা ভেঙে গিয়েছে। এর মধ্যেই সলমনের একটি মন্তব্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়োয় আক্ষেপ করতে দেখা গিয়েছে ভাইজানকে।

Advertisement

ভিডিয়ো দেখে সলমনের অনুরাগীরাও হতাশ। অন্য তারকাদের ছবি মুক্তি পেলে সলমন উৎসাহ দিয়ে থাকেন। প্রকাশ্যে সেই ছবি দেখার আবেদন করেন। কিন্তু তাঁর ছবির বেলায় যেন গোটা বলিউড নীরব। এক সাক্ষাৎকারে এই বিষয়টি সলমনের সামনে তুলে ধরেন সঞ্চালক। এই প্রশ্ন করার পরে সলমনের অভিব্যক্তি দেখে অনুরাগীদের মন ভেঙেছে। যদিও ভাইজান বলেছেন, “ওরা সবাই হয়তো ভাবে, আমার ছবির জন্য আলাদা করে উৎসাহ দেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু সবার উৎসাহের দরকার পড়ে।”

ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তাঁর অনুরাগীরা মন্তব্য বিভাগে সলমনের জন্য প্রার্থনা করতে শুরু করেন। এই ভিডিয়োতে নাকি ভাইজানকে বয়সের তুলনায় বেশি বিধ্বস্ত ও ক্লান্ত লাগছে। ইদে মুক্তি পেয়েছে ‘সিকন্দর’। ইদের সময় ভাইজানের ছবি মুক্তি পেলে প্রেক্ষাগৃহ ভরে উঠতে সময় লাগত না। কিন্তু এই বার ব্যতিক্রমের সাক্ষী থাকলেন সলমন। অধিকাংশ দিনই প্রেক্ষাগৃহ ভরল না। বলা ভাল, প্রেক্ষাগৃহ খালি থেকে গেল।

ছবি মুক্তির আগেই তা সমাজমাধ্যমে ফাঁস হয়ে গিয়েছিল। তার প্রভাব সরাসরি ছবির বক্স অফিসে পড়েছে বলে অনুমান সলমন-ভক্তদের। এই ছবির জন্য বিতর্কেও পড়েছেন অভিনেতা। ৩১ বছরের ছোট নায়িকা রশ্মিকা মন্দানার সঙ্গে জুটি বাঁধা নাকি ভাল ভাবে নেননি অনুরাগীরা। পর্দাতেও তাঁদের রসায়ন ধরা পড়েনি। তার উপর সলমনের অতিরিক্ত ওজনবৃদ্ধিও খানিকটা প্রভাব ফেলেছে বলে মনে করছেন অনেকে।

Advertisement
আরও পড়ুন