Anjali Dinesh Anand

‘আমার ঠোঁটে চুমু খেয়ে বলেছিলেন, বাবারা এমনই করে’, ভয়াবহ অভিজ্ঞতা প্রকাশ্যে আনলেন অঞ্জলি

মাত্র আট বছর বয়সে বাবাকে হারিয়েছিলেন অঞ্জলি। সেই সময়ে অঞ্জলির জীবন নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন তাঁর নৃত্যগুরু। এমনকি অঞ্জলির পরিবারের উপরেও নিজের আধিপত্য তৈরি করার চেষ্টা করেছিলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ১৩:০৮
Actress Anjali Dinesh Anand shares a horrific incident from her childhood

শৈশবের অভিজ্ঞতা প্রকাশ্যে আনলেন অঞ্জলি। ছবি: সংগৃহীত।

বাবার মৃত্যুর পরে নৃত্যগুরু সুযোগ নেওয়ার চেষ্টা করেছিলেন। ভয়াবহ অভিজ্ঞতা প্রকাশ্যে আনলেন অঞ্জলি দিনেশ আনন্দ। ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবিতে রণবীর সিংহের বোনের চরিত্রে দেখা গিয়েছিল অঞ্জলিকে। তার পরে ‘ডব্বা কার্টেল’ ও ‘ঢাই কিলো প্রেম’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে শৈশবের ভয়ঙ্কর অভিজ্ঞতা জানালেন অঞ্জলি।

Advertisement

মাত্র আট বছর বয়সে বাবাকে হারিয়েছিলেন অঞ্জলি। সেই সময়ে অঞ্জলির জীবন নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন তাঁর নৃত্যগুরু। এমনকি অঞ্জলির পরিবারের উপরেও নিজের আধিপত্য তৈরি করার চেষ্টা করেছিলেন তিনি। অঞ্জলি বলেছেন, “আমি বুঝতে পারছিলাম না, কী করব! তখন আমার মাত্র আট বছর বয়স। বাবার মৃত্যুর পরে তিনি (নৃত্যগুরু) বলতে শুরু করলেন, ‘আমিই তোমার বাবা’। আমি ওঁর কথা বিশ্বাস করেছিলাম, কারণ আমার কাছে আর অন্য কোনও উপায় ছিল না।”

অঞ্জলি বিশ্বাস করতে শুরু করেছিলেন, নৃত্যগুরুই তাঁর বাবা। তার পরেই তিনি নানা ভাবে স্পর্শ করতে শুরু করেছিলেন। অঞ্জলির কথায়, “আমাকে স্পর্শ করতে শুরু করলেন ধীরে ধীরে। এক দিন হঠাৎ আমার ঠোঁটে চুম্বন করে বললেন, ‘বাবারা এমনই করেন।’” এর পরে দিন দিন অঞ্জলির জীবনের গতিবিধি সব নিজের হাতের মুঠোয় নিয়ে নিয়েছিলেন সেই নৃত্যগুরু। অঞ্জলি সারা দিন কী করছেন, কোথায় যাচ্ছেন, সব খবর রাখতেন তিনি।

এই নৃত্যগুরুর হাত থেকে মুক্তি পেতে বেশ অনেকগুলো বছর কাটিয়ে ফেলতে হয়েছিল অঞ্জলিকে। তিনি জানিয়েছেন, অবশেষে তাঁর প্রথম প্রেমিক নৃত্যগুরুর হাত থেকে বেরোতে তাঁকে সাহায্য করেছিলেন।

Advertisement
আরও পড়ুন