(বাঁ দিকে) ‘পাঠান’-এ শাহরুখ খান। ‘টাইগার ৩’-তে সলমন খান (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
ছবি মুক্তিতে বাকি এখনও সপ্তাহ দুয়েক। তবে সলমন খানের ‘টাইগার ৩’ ছবি নিয়ে দর্শক ও অনুরাগীদের উন্মাদনার আভাস পাওয়া যাচ্ছে এখন থেকেই। ছবির প্রচার ঝলক ও প্রথম গান মুক্তি পাওয়ার পরে ইউটিউবে ট্রেন্ডিংয়ের তালিকায় উপরের দিকে জায়গা করে নিয়েছিল ‘টাইগার ৩’। এখন শোনা যাচ্ছে, মুক্তির দিনের ব্যবসার নিরিখে নাকি ‘পাঠান’-কেও টপকে যেতে পারে সলমনের ছবি।
২০১২ সালে মুক্তি পেয়েছিল কবীর খান পরিচালিত ছবি ‘এক থা টাইগার’। যশরাজ ফিল্মস প্রযোজিত ওই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সলমন। সলমনের সঙ্গে ওই ছবিতে জুটি বেঁধেছিলেন ক্যাটরিনা কইফ। অবিনাশ সিংহ রাঠৌর তথা ‘টাইগার’-এর চরিত্রে দর্শক ও সমালোচকদের মন জয় করেছিলেন সলমন। ভারতীয় এক গুপ্তচরের ভূমিকায় তাঁকে পছন্দ করেছিলেন অনুরাগীরা। জ়োয়ার চরিত্রে প্রশংসিত হয়েছিলেন ক্যাটরিনাও। বক্স অফিসেও দুরন্ত ব্যবসা করেছিল ‘এক থা টাইগার’। ছবির সাফল্যের পর সূচনা হয়েছিল ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজ়ির। বছর পাঁচেক পরে ২০১৭ সালে মুক্তি পেয়েছিল দ্বিতীয় ছবি ‘টাইগার জ়িন্দা হ্যায়’। তার ছ’বছর পরে চলতি বছরের দীপাবলিতে মুক্তি পেতে চলেছে ফ্র্যাঞ্চাইজ়ির তৃতীয় ছবি ‘টাইগার ৩’। ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজ়ি নিয়ে দর্শকের উৎসাহ চোখে পড়ার মতো। অনলাইন টিকিট বুকিং প্ল্যাটফর্মে ইতিমধ্যে লাইন দিয়েছেন প্রায় ৩ লক্ষ অনুরাগী। ছবির অগ্রিম বুকিং শুরু হওয়ার আগেই এমন ভিড় দেখে বলিউডের বাণিজ্য বিশারদদের ধারণা, ১০০ কোটির ব্যবসার মাধ্যমে খাতা খুলতে পারে সলমন ও ক্যাটের ছবি।
আগামী ১২ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘টাইগার ৩’। তার ঠিক এক সপ্তাহ আগে, ৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে ছবির টিকিটের অগ্রিম বুকিং। ‘পাঠান’-এর টিকিটের অগ্রিম বুকিং শুরু হয়েছিল মুক্তির পাঁচ দিন আগে। প্রথম দিন ‘পাঠান’-এর ঝুলিতে এসেছিল ৫৭ কোটি টাকা। সেই নজির কি ভেঙে ফেলবে ‘টাইগার ৩’? উত্তর মিলবে সলমনের ছবি মুক্তির পরে।