Salman Khan

ট্রেনের মধ্যে দুষ্কৃতীদের শায়েস্তা! প্রাণনাশের হুমকির পরেও বড় ঝুঁকি নিচ্ছেন সলমন?

একাধিক হুমকি পাওয়া সত্ত্বেও, ‘সিংহম আগেন’ ছবিতে ক্যামিয়ো চরিত্রে অভিনয় করার জন্য ছুটে গিয়েছিলেন সলমন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১৮:০৭
Salman Khan has started shooting in Mumbai for his film Sikandar

সলমন খান কি বড় ঝুঁকি নিতে চলেছেন? ছবি: সংগৃহীত।

লরেন্স বিশ্নোইয়ের নিশানায় সলমন খান। গত কয়েক মাস ধরে একের পর এক হুমকি বার্তা পেয়েছেন ভাইজান। এমনকি তাঁর বাড়ি গ্যালাক্সির সামনেও গুলিও ছুড়েছে লরেন্স বিশ্নোই বাহিনী। তার পর নিরাপত্তা জোরদার হয়েছে ভাইজানের। কিন্তু কোনও ভাবেই কাজ থামাতে রাজি নন অভিনেতা। জোরকদমে শুটিং করছেন তিনি।

Advertisement

একাধিক হুমকি সত্ত্বেও, ‘সিংহম আগেন’ ছবিতে ক্যামিয়ো চরিত্রে অভিনয় করার জন্য ছুটে গিয়েছিলেন সলমন। বন্ধু অজয় দেবগন ও রোহিত শেট্টিকে দেওয়া কথা রাখতেই হুমকি নিয়ে দু’বার ভাবেননি তিনি। তার পরেই নিজের ছবি ‘সিকন্দর’-এর শুটিং করতে পৌঁছে গিয়েছিলেন হায়দরাবাদ। সেই সময়ও হুমকি দেওয়া হয়েছে সলমনকে। তবে সে সবের তোয়াক্কা না করেই ‘বিগবস্‌ ১৮’র শুটিংও করছেন সলমন।

এ বার মুম্বইতে ‘সিকন্দর’ ছবির শুটিং শুরু করলেন অভিনেতা। ২৭ নভেম্বর থেকে সলমন মুম্বইয়ে তাঁর ছবির শুটিং শুরু করেছেন। এ দিন বিমানের একটি দৃশ্যের শুটিং ছিল বলে সূত্রের খবর।

মুম্বইয়ের বোরিভালি স্টুডিয়োর মধ্যে ট্রেনের সেট তৈরি করা হয়েছে। সেই দৃশ্যের শুটিং যদিও আগেই সেরেছিলেন সলমন। বেশ কয়েক মাস ধরে এই দৃশ্যের জন্য প্রস্তুতি নিয়েছেন ছবির পরিচালক এআর মুরুগাদোস। এই দৃশ্যের শুটিং হয়েছে বড় করে। ট্রেনের ভিতর দুষ্কৃতীদের সঙ্গে লড়েছেন ভাইজান, ক্যামেরাবন্দি হয়েছে এমন দৃশ্য।

মুম্বইয়ের বেশ কয়েকটি জায়গায় এই ছবির শুটিং হচ্ছে বলে জানা গিয়েছে। ২০২৫-এর জানুয়ারি মাসের মধ্যেই এই ছবির শুটিং শেষ হবে। সলমনের নায়িকা হিসাবে এই ছবিতে দেখা যাবে রশ্মিকা মন্দানাকে। ২০২৫-এই ইদে এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এর আগে শুটিং করতে গিয়ে পাঁজরে চোট পেয়েছিলেন সলমন।

Advertisement
আরও পড়ুন