মালাইকার জীবনে নতুন মানুষটি কে? ছবি: সংগৃহীত।
গত বছরে দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কে ইতি টেনেছিলেন মালাইকা অরোরা ও অর্জুন কপূর। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। বলিপাড়ার একাংশের মত অর্জুনের জন্যই নাকি আরবাজ় খানের সঙ্গে ১৭ বছরের বিয়ে ভাঙেন অভিনেত্রী। বিচ্ছেদের পর থেকে দুই তারকার সমাজমাধ্যমের পাতাতেই একাধিক বার ভেসে উঠেছে মন ভাঙার পোস্ট। তবে মালাইকা সম্পর্ক নিয়ে খোলাখুলি কোনও কথা বলেননি। অন্য দিকে অক্টোবরে এক অনুষ্ঠানে গিয়ে জনসমক্ষে অর্জুন জানিয়েছিলেন, তিনি ‘সিঙ্গল’। অবশ্য মালাইকা-অর্জুনের মধ্যে সৌজন্যের সম্পর্ক বজায় রয়েছে। প্রেম ভাঙার পর থেকেই যতটা সম্ভব নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রেখেছেন অভিনেত্রী। যদিও এর মাঝেই কি নতুন প্রেম মালাইকার জীবনে? অভিনেতা নন, এ বার কি ক্রিকেট তারকার প্রেমে পড়লেন অভিনেত্রী?
চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালসের খেলা দেখতে মাঠে হাজির ছিলেন মালাইকা । তাঁর পাশে ছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেট তারকা কুমার সঙ্গকারা। আর সেই দেখেই নেটপাড়ায় শুরু হয়েছে জোর চর্চা। পাশাপাশি বসে খেলা দেখেছেন দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, তাঁরা দু’জনে কি প্রেম করছেন?
কুমার সাঙ্গাকারার সঙ্গে ক্রিকেট দেখছেন মালাইকা আরোরা। ছবি: সংগৃহীত।
রাজস্থান রয়্যালসকে সমর্থন করতে মাঠে এসেছিলেন অভিনেত্রী। তাঁর পরনে ছিল সেই দলেরই জার্সি। তাঁর সঙ্গে ছিলেন এই দলের প্রাক্তন হেড কোচ এবং বর্তমানে সেই দলের ডিরেক্টর অফ ক্রিকেট কুমার সঙ্গকারা। দু’জনকে একসঙ্গে দেখে জল্পনা উস্কেছে নেটপাড়ায়। তাঁদের মধ্যে কী কথোপকথন হল, তা জানতে উৎসুক নেটপাড়ার বাসিন্দারা। ম্যাচের গতি বৃদ্ধির সঙ্গে অভিব্যক্তি বদলাতে থাকে মালাইকার মুখে। অতীতে বেশির ভাগ সময় মুম্বই ইন্ডিয়ানসের হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছিল মালাইকাকে। এ বার তাঁর সঙ্গে রাজস্থান রয়্যালের যোগসূত্র খোঁজার চেষ্টায় নেটাগরিকেরা।