Salman Khan

Salman Khan: ৩৪ বছরের সফর, নতুন ছবির নতুন লুক প্রকাশ্যে আনলেন সলমন

৩৪ বছর আগের ২৬ অগস্ট, আর ২০২২ এর ২৬ অগস্ট। কতটা বদলালেন সলমন?

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২২ ২০:১৫
নিজের নতুন চেহারা পোস্ট করে নতুন ছবির কথা ঘোষণা করলেন ভাইজান।

নিজের নতুন চেহারা পোস্ট করে নতুন ছবির কথা ঘোষণা করলেন ভাইজান।

২৬ অগস্ট, ১৯৮৮ সাল। ৩৪ বছরই আগেকার কথা। ‘বিবি হো তো অ্যায়সি’ ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন সলমন খান।

তার পর পায়ে পায়ে এসে পড়ল ২০২২ এর ২৬ অগস্ট। নতুন ছবির কথা ঘোষণা করলেন ভাইজান। ছবির নাম ‘কিসি কা ভাই... কিসি কি জান’, যার ঝলক প্রকাশ করলেন সলমন নিজের নতুন চেহারা পোস্ট করে।

Advertisement

সঙ্গে ফিরে গেলেন শুরুর কথায়। স্মৃতিমেদুর অভিনেতা লিখলেন, ‘‘৩৪ বছর আগেও এ দিনটা ছিল আর ৩৪ বছর পরেও রয়েছে... আমার জীবনের যাত্রা শুরু হয়েছিল শূন্য থেকে। আমাকে এত পথ এগিয়ে দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।’’

সলমন জানিয়েছেন তাঁর নতুন ছবি অ্যাকশন, কমেডি এবং রোম্যান্সে ভরপুর।

মজার বিষয় হল, এই শিরোনামটি সলমনেরই আরেক ছবি ‘কভি ইদ কভি দিওয়ালি’-এর কথা মনে করিয়ে দেয়। যার শ্যুটিং এখনও চলছে। অনেকে মনে করছেন, সেই ছবিরই নাম বদলে ‘কিসি কা ভাই... কিসি কি জান’ রাখা হয়েছে। তবে নির্মাতারা এখনও আনুষ্ঠানিক ভাবে এমন কোনও ঘোষণা করেননি।

এ ছাড়াও সলমনের ঝুলিতে রয়েছে একগুচ্ছ ছবি। সেই তালিকায় রয়েছে ক্যাটরিনা কইফের সঙ্গে ‘টাইগার ৩’ এবং ‘বজরঙ্গি ভাইজান ২’। তা ছাড়া শাহরুখ খানের ‘পঠান’-এও অতিথি চরিত্রে দেখা যাবে তাঁকে।

Advertisement
আরও পড়ুন