saif ali khan

Saif Ali Khan: বাড়িতে থাকলেই বিপদ, আরও সন্তান হয় যদি? তাই কাজেই ব্যস্ত থাকছেন সইফ আলি খান

টানা কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন সইফ। কিন্তু কেন? সম্প্রতি ‘দ্য কপিল শর্মা শো’-য়ে নিজেই তা ফাঁস করলেন ‘সালাম নমস্তে’র নিখিল অরোরা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২১ ১৮:৫৩
কাজ নিয়ে ব্যস্ত সইফ।

কাজ নিয়ে ব্যস্ত সইফ।

বাড়িতে মোটেই থাকতে চাইছেন না বলিউডের ‘ছোটে নবাব’!


টানা কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন সইফ আলি খান। কিন্তু কেন? সম্প্রতি ‘দ্য কপিল শর্মা শো’-য়ে নিজেই তা ফাঁস করলেন ‘সালাম নমস্তে’র নিখিল অরোরা।

গত ফেব্রুয়ারি মাসে আবার বাবা হয়েছেন সইফ। দায়িত্ব বেড়ে যাওয়ার ফলেই কি বেশি কাজ করছেন ইদানীং? অনুষ্ঠানে সইফের কাছে প্রশ্ন রেখেছিলেন কপিল। আরও এক ধাপ এগিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সইফের উত্তর, “না। পরিবারের সদস্য বৃদ্ধির চাপে বেশি কাজ করছি না।” এর পরে আরও স্পষ্ট ব্যাখ্যা— “আমার ভয় করে। আমি যদি বাড়িতে বসে থাকি, তা হলে নির্ঘাত আমার আরও সন্তান হবে।” সইফের কথায় হেসে গড়াগড়ি স্বয়ং কপিল-ই!

Advertisement

‘বান্টি অউর বাবলি ২’-র প্রচারে রানি মুখোপাধ্যায়ের সঙ্গে কপিলের অনুষ্ঠানে এসেছিলেন সইফ। সেখানেই প্রশ্নবাণ। এবং এমনই একের পর এক বোমা ফাটিয়েছেন ‘ছোটে নবাব’। আর হেসে লুটোপুটি খেয়েছেন বাকিরা!

Advertisement
আরও পড়ুন