Celebrity Gossip

‘সিনেমার ইতিহাসে সব থেকে খারাপ চুম্বন!’ রানিকে চুম্বন করতে কেন অস্বস্তি হয়েছিল সইফের?

করিনা কপূর খানের সঙ্গে ‘কুর্বান’ অথবা দীপিকা পাড়ুকোনের সঙ্গে ‘রেস টু’, নায়িকাদের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে সাবলীল সইফ। কিন্তু রানির সঙ্গে চুম্বনদৃশ্যে নিজেই অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন অভিনেতা। কেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১৭:৪৩
Image of Saif Ali Khan and Rani Mukherji

রানিকে চুম্বনে অস্বস্তি সইফের। ছবি: সংগৃহীত।

একাধিক ছবিতে নায়িকাদের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছেন সইফ আলি খান। তা সে করিনা কপূর খানের সঙ্গে ‘কুর্বান’ হোক অথবা দীপিকা পাড়ুকোনের সঙ্গে ‘রেস টু’। কিন্তু একটি চুম্বনদৃশ্যে নিজেই অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন অভিনেতা। কোন নায়িকার সঙ্গে ছিল সেই দৃশ্য? একটি সাক্ষাৎকারে অভিনেতা নিজেই খোলসা করেছিলেন। সেই নায়িকাও উপস্থিত ছিলেন সে সময়।

Advertisement

‘হম তুম’ ছবির শুটিংয়ে ঘটেছিল ঘটনাটি। চুম্বনের দৃশ্য শুটিংয়ের আগে রানি মুখোপাধ্যায় সইফকে বলেছিলেন, “তুমি পরিচালককে বলে দাও, তুমি আমাকে চুম্বন করতে চাও না।” রানির কথায় সহমত পোষণ করেননি সইফ। উত্তরে বলেন, “আমি এটা করতে পারব না। আমার বস্‌ বলেছেন, ছবির জন্য এই দৃশ্য প্রয়োজনীয়। তাই আমাদের এটা করা উচিত।”

সেই সাক্ষাৎকারে রানি বলেন, “মনে আছে আমরা দু’জন সেই দৃশ্যটি নিয়ে কত ভয়ে ছিলাম।” উত্তরে সইফ বলেন, “আমরা নয়, তুমি ভয়ে ছিলে।” এর পর বিশদে ঘটনাটি জানান সইফ। রানির উদ্দেশে বলেন, “সিনেমার ইতিহাসে সব থেকে খারাপ চুম্বন ছিল এটি। আমার জন্য খুবই অস্বস্তিদায়ক ছিল। তুমি অস্বস্তিতে ছিলে এটা ভেবে আরও অস্বস্তি হয়েছিল আমার।”

Advertisement
আরও পড়ুন