Hrithik Roshan

Saba-Hrithik: কফির কাপ নয়, নিজস্বীও নয়, সাবার ছবি জুড়ে কেবলই হৃতিক

ছুটি কাটাতে প্যারিসে উড়ে গিয়েছেন হৃতিক আর সাবা। কফিতে চুমুক দিয়ে ঘোরাঘুরির ফাঁকে প্রিয় মুহূর্তগুলো ধরে রাখার চেষ্টা হৃতিকের।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ জুলাই ২০২২ ১১:৪৮

প্যারিসের অলিগলি ছুঁয়েছে মনকেমন করা রোদ। ফ্রেম জুড়ে মেঘরঙা কফির কাপ। তার পিছনে গালে হাত দিয়ে বসে সাবা আজাদ। প্রেমের শহরে সঙ্গীর এমন ছবিই ধরে রাখতে চেয়েছিলেন অভিনেতা হৃতিক রোশন। তাই সে ছবি সাবার কাছেও বড্ড প্রিয়। ক্যাপশনে বোনা রইল সেই ভাললাগা— ‘নিজস্বী নয়, কফির কাপের ছবি নয়, এ ছবি হৃতিকের তোলা।’

ফ্রান্সের রাজধানীতে ছুটি কাটাচ্ছেন যুগলে। হৃতিক-সাবার রঙিন সম্পর্ক নিয়ে টিনসেল নগরী বেশ কিছু দিন ধরেই গুঞ্জন মাতলেও আনুষ্ঠানিক ভাবে দু’জনের কেউই কিছুই জানাননি। যদিও ইতিমধ্যেই রোশন পরিবারের ঘনিষ্ঠ হয়ে উঠেছেন গায়িকা-অভিনেত্রী। একসঙ্গে যখন তখন নানা জায়গায় দেখা যাচ্ছে দু’জনকে। তবে এ বার একেবারে প্যারিস। নিভৃতে পরস্পরকে কাছে পাওয়ার সেরা ঠিকানা আর কী-ই বা হতে পারে!

Advertisement

দেশে ফিরেই আবার অনেক কাজ। সিদ্ধার্থ আনন্দের অ্যাকশন-অ্যাডভেঞ্চার ছবি ‘ফাইটার’-এ দীপিকা পাড়ুকোনের সহ-অভিনেতা হিসেবে দেখা যাবে হৃতিককে। সে ছবির কাজ চলছে। ২০২৩-এর সেপ্টেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। ‘বিক্রম বেদ’-এর হিন্দি রিমেকেও বেতালের চরিত্রে অভিনয় করছেন রাকেশ রোশনের পুত্র।

Advertisement
আরও পড়ুন