Ibrahim Ali khan

Bollywood: ছবির এই ছোট্ট ছেলেটি বলিউডের তারকাপুত্র, চিনতে পারছেন কি এঁকে?

এই খু্দের এক দিদি বর্তমানে বলিউডের নায়িকা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৮ জুলাই ২০২১ ১২:৪৪
দেখুন তো চিনতে পারেন কি না।

দেখুন তো চিনতে পারেন কি না।

ছবিতে হাসিমুখে তাকিয়ে থাকা এই একরত্তিকে চিনতে পারছেন?

না পারলে কয়েকটা সূত্র ধরিয়ে দেওয়া যেতে পারে।

১। এই ছোট্ট ছেলেটি বলিউডের বিখ্যাত অভিনেতা-অভিনেত্রীর ছেলে।

২। এই একরত্তির একটি দিদি বর্তমানে বলিউডের নায়িকা।

৩। মা, বাবা, দিদি অভিনয় দুনিয়ায় থাকলেও তিনি নিজে এখনও অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেননি।

৪। দিদির সঙ্গে ইনস্টাগ্রামে বিভিন্ন মজার ভিডিয়োয় দেখা যায় তাঁকে।

৫। অনুরাগীদের মতে, ইনি নাকি তাঁর বাবার ‘কার্বন কপি’।

এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন, ছবিতে এই শিশুটি আসলে কে। ইনি হলেন সইফ আলি খান এবং অমৃতা সিংহের কনিষ্ঠ পুত্র, সারা আলি খানের ভাই ইব্রাহিম আলি খান। ২০০১ সালে ইব্রাহিম জন্মেছিলেন। সারার থেকে বয়সে ছ’বছরের ছোট তিনি। আপাতত পড়াশোনা নিয়েই ব্যস্ত ইব্রাহিম। বলিউডে তাঁর অভিষেক নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও, এ বিষয়ে এখনও মুখ খোলেননি তারকাপুত্র।

Advertisement

ইব্রাহিমের পিসি সাবা আলি খান তাঁর এই ছোটবেলার ছবিটি ইনস্টাগ্রামে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। প্রায়শই ভাইপো-ভাইঝি সহ পরিবারের অন্যান্য সদস্যদের ছবি পোস্ট করেন সাবা। তাঁর ইনস্টাগ্রামে চোখ রাখলেই তার প্রমাণ মেলে।

Advertisement
আরও পড়ুন