Rukmini Maitras Facebook Hack

হ্যাকারদের কবলে রুক্মিণীর ফেসবুক প্রোফাইল, অনুরাগীদের সতর্ক করলেন অভিনেত্রী

রুক্মিণীর ফেসবুক প্রোফাইলে পাঁচটি অদ্ভুত পোস্ট। হ্যাকিংয়ের খবর দিলেন অভিনেত্রী।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৪ ১৭:৪০
রুক্মিণী মৈত্র।

রুক্মিণী মৈত্র। ছবি: ফেসবুক

হ্যাকারদের কবলে রুক্মিণী মৈত্রের ফেসবুক প্রোফাইল। ইনস্টাগ্রাম প্রোফাইলে নিজেই এ কথা জানিয়েছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, “আমার ফেসবুক প্রোফাইল সম্ভবত হ্যাক করা হয়েছে। সকাল থেকে এই বিষয়ে প্রচুর মেসেজ পেয়েছি। সমস্যা সমাধানের চেষ্টা করছে আমার টিম।”

Advertisement

এই পোস্টের ঠিক দু’ঘণ্টা ব্যবধানে আরও একটি পোস্ট করেন অভিনেত্রী। সেখানে আরও একটি গুরুত্বপূর্ণ কথা লিখেছেন তিনি। “আপনাদের সকলকে জানানো হচ্ছে, আমার ফেসবুক পেজ থেকে অথবা আমার ছবি দেওয়া নিশা নামের কোনও আইডি থেকে যোগাযোগ করা হলে দয়া করে কেউ উত্তর দেবেন না। এখনও আমার প্রোফাইল উদ্ধারের কাজ চলছে”, লিখেছেন অভিনেত্রী।

দু’দিন আগে ‘বুমেরাং’ ছবি সংক্রান্ত শেষ পোস্ট ছিল অভিনেত্রীর প্রোফাইলে। তার পরে শনিবার অস্পষ্ট কিছু লেখা ও ছবি দিয়ে মোট পাঁচটি পোস্ট করা হয়েছে প্রোফাইলে। যা থেকে কার্যত স্পষ্ট , অভিনেত্রীর প্রোফাইল হ্যাক করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement