Roshan Singh

কাছের মানুষ ‘খারাপ গল্প’ শোনাচ্ছে তাঁকে নিয়ে! ইঙ্গিত করছেন রোশন

কার সঙ্গে ‘ভাল’ সম্পর্কের কথা বলছেন রোশন? কেনই বা তা অতীত হয়ে গেলো?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২১ ১৪:১১
রোশন সিংহ।

রোশন সিংহ।

সমাজ মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট দেওয়া যদি শিল্প হয়, তবে রোশন সিংহকে অনায়াসেই শিল্পীর শিরোপা দেওয়া যায়। কিছু না বলেও, নিজের সব অনুভূতি প্রকাশ করেন ইনস্টাগ্রাম স্টোরি বা পোস্টের মাধ্যমে। ভার্চুয়াল দেওয়ালকে সাদা পাতা মনে করে উগরে দেন রাগ, ক্ষোভ, যন্ত্রণা। আবারও সেই চেনা পথে হাঁটলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের স্বামী।

গত রবিবার ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেন রোশন। সেখানে লেখা, ‘আমাকে নিয়ে যদি কখনও কারও কাছে খারাপ গল্প শোনেন, বুঝে নেবেন তার সঙ্গে আমার খুব ভাল সম্পর্ক ছিল।’

Advertisement

কার সঙ্গে ‘ভাল’ সম্পর্কের কথা বলছেন রোশন? কেনই বা তা অতীত হয়ে গেলো? স্ত্রী শ্রাবন্তীর দিকেই কি নিশানা তাঁর?

দিন কয়েক আগেই শ্রাবন্তী-পুত্র অভিমন্যুর একটি পোস্ট রীতিমতো সারা ফেলে দিয়েছিল নেট পাড়ায়। একটি স্টোরি শেয়ার করে ‘বডি বিল্ডার’দের ঘিলুতে বুদ্ধির অভাব বলে কটাক্ষ করেছিলেন তিনি। অনেকেই ধরে নিয়েছিলেন রোশনকে খোঁচা দিয়েই এই মন্তব্য করেছিলেন অভিমন্যু। এ নিয়ে বহু জল্পনার পরেও চুপ ছিলেন রোশন ।

রোশনের সেই স্টোরি।

রোশনের সেই স্টোরি।

সেই সময় কোনও উত্তর না দিলেও কি এ বার নড়েচড়ে বসলেন রোশন? নাকি নতুন কোনও বিতণ্ডায় জড়ালেন তিনি?

Advertisement
আরও পড়ুন