Roshan Singh

Srabanti Chatterjee-Roshan Singh: প্রত্যেক বিয়ের পরেই একটি করে প্রেম কেন? প্রশ্ন শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশনের

টলিপাড়ায় কানাঘুষো, শ্রাবন্তীকে উদ্দেশ্য করেই ইনস্টাগ্রাম স্টোরিতে এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন রোশন। দু’জনের পরোক্ষ কাজিয়া তো নতুন নয়!

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ মার্চ ২০২২ ১৭:৫৬
শ্রাবন্তীকে কটাক্ষ রোশনের?

শ্রাবন্তীকে কটাক্ষ রোশনের?

প্রত্যেক বিয়ের পরেই কেন একটি করে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ায় ও?

প্রশ্ন তুলেছেন রোশন সিংহ। অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের তৃতীয় স্বামী। অবশ্য স্বামী শুধু খাতায়-কলমেই। বছর দুয়েক হল তাঁরা আলাদা থাকছেন। বিবাহবিচ্ছেদের মামলা চলছে আদালতে। নেই যোগাযোগও।

রোশনের সঙ্গে আলাদা হওয়ার কয়েক মাসের মধ্যেই গাঢ় হয় শ্রাবন্তীর নতুন সম্পর্কের গুঞ্জন। শোনা যায়, পেশায় ব্যবসায়ী, প্রতিবেশী অভিরূপ নাগ চৌধুরীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন নায়িকা। টলিপাড়ার কানাঘুষো, শ্রাবন্তীর উদ্দেশেই ইনস্টাগ্রাম স্টোরিতে এই প্রশ্ন ছুড়েছেন রোশন। দু’জনের পরোক্ষ কাজিয়া তো নতুন নয়! কিন্তু স্বয়ং প্রশ্নকর্তা কী বলেছেন? আনন্দবাজার অনলাইনকে তাঁর উত্তর, “কাউকে উদ্দেশ্য করে এই স্টোরি দিইনি। অনেকেই অনেক কিছু ভাবতে পারেন। কিন্তু অনেক সময়ে আমাদের মনেও তো নানা ধরনের প্রশ্ন আসে। তাই না? এটা সে রকমই এক প্রশ্ন।”

Advertisement
রোশনের ইনস্টাগ্রাম স্টোরি।

রোশনের ইনস্টাগ্রাম স্টোরি।

ইংরেজিতে লেখা সেই প্রশ্নে রোশন ‘হার’ সর্বনামটি ব্যবহার করেছেন যা স্ত্রীলিঙ্গ বোঝাতে ব্যবহৃত হয়। অর্থাৎ এই কটাক্ষের নিশানায় যে রয়েছেন কোনও নারী, তা আর বুঝতে বাকি থাকে না। এ বিষয়ে রোশন বলেন, “আমি এক জন পুরুষ। তাই সাধারণ ভাবে এক জন মহিলার কাছে এই প্রশ্ন রেখেছি।”

শ্রাবন্তীর বিরুদ্ধে রোশনের অভিযোগ বিস্তর। তাঁর দাবি, অভিনেত্রী তাঁকে ‘সঙ্গমে অক্ষম’ বলে কটাক্ষ করেন ঘনিষ্ঠ বৃত্তে। এমনকি, কপালে জুটেছে চোর অপবাদ। বহু দিন জমে থাকা সেই ক্ষোভই কি বেরিয়ে আসছে ইনস্টাগ্রাম স্টোরির আকারে? রোশন মুখে না বললেও তেমনই আঁচ করছেন নিন্দকরা।

Advertisement
আরও পড়ুন