Ritwik Chakrabarty

Ritwick-Bratya: ‘মায়ার জঞ্জাল’- এর প্রিমিয়ার উপলক্ষে জানুয়ারিতে ঢাকা যাচ্ছেন ঋত্বিক, ব্রাত্য?

কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দু’টি গল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে লিখিত হয়েছে চিত্রনাট্য।

Advertisement
বিভাস রায়চৌধুরী
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২১ ১৯:১৪
ঋত্বিক, ব্রাত্য কি ঢাকা যাবেন?

ঋত্বিক, ব্রাত্য কি ঢাকা যাবেন?

ছবির নাম ‘মায়ার জঞ্জাল’। কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দু’টি গল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে লিখিত হয়েছে চিত্রনাট্য। বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে নির্মিত এই চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় ২০২০ সালে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ইউরোপিয়ান প্রিমিয়ার হয় মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এ বার বাংলাদেশে ১৫-২৩ জানুয়ারি অনুষ্ঠেয় ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে থাকছে ‘মায়ার জঞ্জাল’ সহ ২১টি চলচ্চিত্র। ২২ জানুয়ারি ঢাকার কেন্দ্রীয় গণগ্রন্থাগারে প্রদর্শিত হবে 'মায়ার জঞ্জাল'। এই উপলক্ষে কলকাতা থেকে কি ঢাকা যাচ্ছেন পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরী সহ ছবির দুই অভিনেতা ঋত্বিক চক্রবর্তী এবং ব্রাত্য বসু?

বাংলাদেশের সংবাদমাধ্যমে ‘মায়ার জঞ্জাল’-এর বাংলাদেশ অংশের প্রযোজক জসিম আহমেদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তেমনই। জসিম জানিয়েছেন, এই উৎসবে তাঁদের ছবির ঢাকা প্রিমিয়ার হবে। এ জন্য উপস্থিত থাকবেন ঋত্বিক চক্রবর্তী, ব্রাত্য বসু, অপি করিম ও পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরী-সহ পুরো টিম।

‘মায়ার জঞ্জাল’ ছবিতে একটি চরিত্র কলকাতার মেয়ে সোমা। বিবাহিত। স্বামী আর সন্তানকে নিয়ে তার সংসার। স্বামী বেকার। সন্তানকে ইংরেজি মাধ্যমে পড়াতে একজন বর্ষীয়ান মানুষের বাড়ি কাজ করে সোমা। সোমার স্বামী চাঁদু গরিব শ্রমিক। সে ব‌উকে লোকের বাড়ির কাজ থেকে মুক্ত করতে চায়। এক সময় চাঁদুর সঙ্গে দেখা হয় এক চোরের। মানিক বন্দ্যোপাধ্যায়ের দু’টি গল্প এক বিন্দুতে এসে মেশে।

Advertisement

সোমার চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী অপি করিম‌ এবং চাঁদুর চরিত্রে ঋত্বিক চক্রবর্তী। এ ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, চান্দ্রেয়ী ঘোষ, সোহেল মণ্ডল, ওয়াহিদা মল্লিক জলি, মুস্তাফিজ শাহিন, শাওলী চট্টোপাধ্যায়, কমলিকা বন্দ্যোপাধ্যায়। ছবির সংগীতায়োজনে প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। এই ছবির শুটিং হয়েছে ঢাকা ও কলকাতায়।

প্রসঙ্গত, ব্রাত্য-ঋত্বিকদের ঢাকা আগমনের খবর জানানোর পাশাপাশি জসিম আহমেদ সংবাদমাধ্যমকে আরও বলেছেন, ‘‘বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ও পুরস্কৃত এই ছবিটিকে দুই বাংলায় একই দিনে মুক্তি দিতে চাই। চলছে তার‌ই প্রস্তুতি।’’

Advertisement
আরও পড়ুন