Rituparna-Madhuri

কলকাতায় মাধুরীকে শাড়ি উপহার দিলেন ঋতুপর্ণা, কী কথা হল দুই অভিনেত্রীর?

ঋতুপর্ণার কাছে যেন ‘ফ্যানগার্ল মোমেন্ট’। টলি অভিনেত্রীর কোন কথা শুনে হাসিতে ফেটে পড়লেন মাধুরী?

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২৩:০৪
(বাঁ দিকে) ঋতুপর্ণা সেনগুপ্ত । মাধুরী দীক্ষিত (ডান দিকে)।

(বাঁ দিকে) ঋতুপর্ণা সেনগুপ্ত । মাধুরী দীক্ষিত (ডান দিকে)। ছবি:- নিজস্ব চিত্র।

শহর কলকাতায় অতিথি মাধুরী দীক্ষিত, এই খবর মিলেছে আগেই। এ বার মাধুরী দীক্ষিতের সঙ্গে সাক্ষাতে ঋতুপর্ণা সেনগুপ্ত। নেপথ্যে শহরের নামী বাণিজ্যিক সংস্থার অনুষ্ঠান। টলি অভিনেত্রীর কাছে যেন ‘ফ্যানগার্ল মোমেন্ট’। পরস্পরকে অভিবাদন জানালেন দুই অভিনেত্রী। চলল সাজের প্রশংসা বিনিময়। ঋতুপর্ণা নিজের সংগ্রহ থেকে একটি শাড়ি উপহার দিলেন মাধুরীকে।

Advertisement

কী কথা হল বলি অভিনেত্রীর সঙ্গে? আনন্দবাজার অনলাইনকে জানালেন ঋতুপর্ণা।

মাতৃত্ব নিয়ে কথা বললেন দু'জনে। দু’জনের সন্তান পড়াশোনার সূত্রে মার্কিন মুলুকে। ছেলে বিদেশ-বিভুঁইয়ে, তাই দুশ্চিন্তা থেকেই যায়। মাঝেমাঝে ছেলেকে দেখতে দেশের বাইরে পাড়ি দেন দুই মা। নিজেদের মধ্যে ভাগ করে নিলেন সেই অভিজ্ঞতা।

ঋতুপর্ণা জানালেন, মাধুরীর বিয়ে হওয়ার পরে টলি অভিনেত্রীকে তাঁর ঘনিষ্ঠেরা বলতেন, ‘‘দেখো, তোমার স্বামী বাইরে থাকেন। মাধুরীর স্বামীও বাইরে থাকেন।’’ মাধুরীকে সেই কথা জানাতেই হাসিতে ফেটে পড়েন দু’জনে।

Advertisement
আরও পড়ুন