Ritabhari Chakraborty

রাগ বহিঃপ্রকাশের অভিনব উপায় বের করলেন ঋতাভরী!

ক্যাপশনে লেখা, ‘আমি- নিজের অনুভূতির সঙ্গে বোঝাপড়া চালাচ্ছি’।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২১ ১৯:১৮
ঋতাভরী চক্রবর্তী

ঋতাভরী চক্রবর্তী

কীসের এত রাগ ঋতাভরীর? কার উপরই বা তাঁর রাগ? সে সবের উত্তর না মিললেও রাগ কমানোর নতুন পন্থার খোঁজ মিলবে অভিনেত্রীর ইনস্টাগ্রামে। রাগ-মুক্তির এমন অভিনব উপায় পেতে চোখ রাখুন অভিনেত্রীর প্রোফাইলে।

মজাদার রিল ভিডিয়ো আপলোড করলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। খেলায় মত্ত তিনি। কিন্তু সে খেলার উপকারিতা রয়েছে বলে জানা গেল তাঁর ক্যাপশনের দৌলতে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, ‘ডেসপিকেবল মি’ সিরিজের চরিত্র মিনিয়নে ভরা দোকানে তিনি দাঁড়িয়ে। দোকানের ব্যানারে লেখা, ‘বানানাস’। অর্থাৎ কলা। হাতে তাঁর হাতুড়ি। গানের তালে তালে গর্ত থেকে মুখ বাড়াচ্ছে ছোট ছোট মিনিয়ন। আর সঙ্গে সঙ্গে হাতুড়ির বাড়ি মেরে তাদেরকে গর্তে পাঠিয়ে দিচ্ছেন ঋতাভরী।

Advertisement

অভিনেত্রীর মুখে প্রতিশোধ নেওয়ার অভিব্যক্তি। ক্যাপশনে লেখা, ‘আমি- নিজের অনুভূতির সঙ্গে বোঝাপড়া চালাচ্ছি’। পাশে ভুরু কুঁচকানো একটি ইমোটিকন। অভিনেত্রীর মুখে ধীরে ধীরে প্রশান্তির ঝলক দেখা মিলছে যেন।

Advertisement
আরও পড়ুন