Ritabhari Chakraborty

Ritabhari Chakraborty: দুটো অস্ত্রোপচার, আট মাস শয্যাশায়ী, এর পর কী চেহারা আশা করো? অকপট ঋতাভরী

তাঁর চেহারা নিয়ে এই চর্চা ঋতাভরীর নজর এড়িয়ে যায়নি। ফেসবুকে এই বিজ্ঞাপন পোস্ট হওয়ার পর মন্তব্য বাক্সে নিজের বক্তব্য জানিয়েছেন ‘ললিতা’।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২১ ১৬:৪৯
ঋতাভরী চক্রবর্তী।

ঋতাভরী চক্রবর্তী।

একটি বস্ত্র বিপণির বিজ্ঞাপনে আবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা গিয়েছে ঋতাভরী চক্রবর্তীকে। আরও এক বার পরম এবং ঋতাভরীর রসায়ন দর্শকরা পছন্দ করছেন। কিন্তু তার মধ্যেও অনুরাগীদের একাংশ সেই বিজ্ঞাপনে ঋতাভরীকে দেখে অবাক হয়েছেন।কারণ তাঁদের মনে হয়েছে, আচমকা অনেকটাই বেড়ে গিয়েছে তাঁর ওজন। অনেকেই বলছেন, সেই ছিপছিপে চেহারার ঋতাভরীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ কেউ আবার আচমকা তাঁর ওজন বেড়ে যাওয়ার কারণ জানতে চেয়েছেন।

তাঁর চেহারা নিয়ে এই চর্চা ঋতাভরীর নজর এড়িয়ে যায়নি। ফেসবুকে এই বিজ্ঞাপন পোস্ট হওয়ার পর মন্তব্য বাক্সে নিজের বক্তব্য জানিয়েছেন ‘ললিতা’। তিনি লিখেছেন, ‘একটাই কথা — দু’বার অস্ত্রোপচার এবং আট মাস শয্যাশায়ী থাকার পর তোমরা কী আশা করো? যারা ভালবাসা জানিয়েছ, তাদের ধন্যবাদ। আমি যে রকম, সে ভাবেই নিজেকে গ্রহণ করতে পারি।’

Advertisement
নিজেকে নিয়ে ঋতাভরীর বক্তব্য।

নিজেকে নিয়ে ঋতাভরীর বক্তব্য।

ঋতাভরীর এই মন্তব্যের পর অনেক অনুরাগীই তাঁর সমর্থনে কথা বলেন। দীর্ঘ অসুস্থতার কথা জানার পর অনেকেই তাঁর প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। তাঁদের উদ্দেশে ঋতাভরী লিখেছেন, ‘তোমরা সকলে আমাকে বুঝেছ। ধন্যবাদ। আমি সারা জীবনই শরীর নিয়ে সচেতন। এই আট মাসকে সহজ ভাবে নিতে পারিনি।’ এর পরেই অসুস্থ থাকাকালীন নিজের উপলব্ধির কথা জানালেন ঋতাভরী। লিখলেন, ‘তবে এইটুকু বুঝেছি যে, স্বাস্থ্য আগে। তার পর শরীরচর্চা। সম্পূর্ণ সুস্থ না হওয়া অবধি নিজের শরীরকে ধকলের মধ্যে নিয়ে যাব না। পাশে থেকো। অনেক ভালবাসা।’

আগাগোড়াই নেতিবাচক মন্তব্যকে পাত্তা দিতে নারাজ ঋতাভরী। নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতেই ভালবাসেন তিনি। পুজোয় মুক্তি পাবে তাঁর নতুন ছবি ‘এফআইআর’। এই ছবিতে ঋতাভরীর বিপরীতে দেখা যাবে অঙ্কুশ হাজরাকে

আরও পড়ুন
Advertisement