Rashmika-Vijay

বিয়ের জল্পনা উস্কে হোটেলে খাওয়া দাওয়া বিজয়-রশ্মিকার পরিবারের

এ বার হায়দরাবাদের এক বিলাসবহুল হোটেলে দেখা মিলল বিজয়-রশ্মিকার। ভেবেছিলেন, গোপনে রাখবেন দুই পরিবারের সাক্ষাৎ। তবু শেষরক্ষা হল না।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৩ জুন ২০২৩ ১৭:১০
Rashmika Mandanna, Vijay Deverakonda

রশ্মিকা-বিজয়। ছবি: সংগৃহীত।

দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে বলিউড, তাঁদের প্রেমের খবরে ছয়লাপ চলচ্চিত্র জগৎ। তাঁদের সম্পর্ক এখন ওপেন সিক্রেট। যদিও জনসমক্ষে মুখ খোলেননি বিজয় দেবেরাকোন্ডা বা রশ্মিকা মন্দানার মধ্যে কেউই। কর্ণ জোহরের কফি কাউচ থেকে মলদ্বীপের রিসর্ট— তাঁদের প্রেমের খবর এখন সর্বত্র। এ বার হায়দরাবাদের এক বিলাসবহুল হোটেলে দেখা মিলল দুই তারকার। সঙ্গে দু’জনের পরিবার। মধ্যাহ্নভোজে এসেছিলেন তাঁরা। যদিও লোকচক্ষুর আড়ালে হোটেলে ঢোকেন। ভেবেছিলেন, গোপনে রাখবেন দুই পরিবারের সাক্ষাৎ। তবু শেষরক্ষা হল না। তাঁদের সেই ভিডিয়ো চলে এল সমাজমাধ্যমে। তার পর থেকেই ফের দানা বাঁধতে শুরু করছে তাঁদের বিয়ে নিয়ে জল্পনা।

ধূসর রঙের টিশার্টে দেখা মিলল বিজয়ের। রশ্মিকার পরনে সাদা টপ, জিন্‌স। খাওয়াদাওয়া করলেন, দীর্ঘ ক্ষণ কথাবার্তা হল দুই পরিবারের। তবে কি শিগগির কোনও সুখবর দেবেন তাঁরা?

Advertisement

বলিউডের নতুন প্রজন্মের তারকাদের পছন্দের তালিকায় একেবারে শীর্ষে রয়েছেন বিজয়। সারা থেকে জাহ্নবী কিংবা অনন্যা, একবাক্যে সকলের পছন্দ বিজয়কে। তবে এ কথাও ঠিক রশ্মিকার প্রতি নিজের ভাল লাগার কথা নিজেই বলে এসেছেন বিজয়। শোনা যাচ্ছিল, তেলুগু অভিনেতা বেল্লমকোন্ডা সাই শ্রীনিবাসের প্রেমে মজেছেন রশ্মিকা। সম্প্রতি নাকি একাধিক বার একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। ঘনিষ্ঠদের ধারণা, একে অপরকে ‘ডেট’ করছেন তাঁরা। তবে ফের বিজয়ের সঙ্গে দেখা যেতেই শুরু অন্য জল্পনা। তবে আসল সত্যিটা কী, তা জানেন বিজয়-রশ্মিকাই!

Advertisement
আরও পড়ুন