Rashmika Mandanna

দেশের পাঁচ শহরে ছড়িয়ে রশ্মিকার ফ্ল্যাট, তথ্য প্রকাশ্যে আসতে প্রতিক্রিয়া ‘শ্রীবল্লী’-র

সাত বছরের ফিল্মি কেরিয়ার। তাতেই সাফল্যের হাতছানি। দেশের পাঁচ শহরে বাসস্থান পর্দার ‘শ্রীবল্লী’-র! তথ্য প্রকাশ্যে আসতে কী জানালেন রশ্মিকা?

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:২৫
Picture Of Rashmika Mandanna

রশ্মিকার পাঁচ শহরে পাঁচটি ফ্ল্যাট, শুনেই প্রতিক্রিয়া দিলেন ‘শ্রীবল্লী’। ছবি: সংগৃহীত।

‘পুষ্পা: দ্য রাইজ’-এর নায়িকা রশ্মিকা মন্দনা। তাঁর এই বিপুল জনপ্রিয়তার কারণ অভিনয় দক্ষতা এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব। নেটমাধ্যমে ‘দেশের ক্রাশ’ বলেই পরিচিত তিনি। দক্ষিণী ছবির গণ্ডি পেরিয়ে ধীরে ধীরে বলিউডে নিজের জমি শক্ত করছেন রশ্মিকা। ইতিমধ্যেই হিন্দি ছবিতে অভিষেক হয়েছে তাঁর। যদিও রশ্মিকার ‘গুডবাই’ ছবিটি বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি। মুক্তির অপেক্ষায় ‘অ্যানিম্যাল’ ছবিটি। সাকুল্যে সাত বছরের কেরিয়ার রশ্মিকার। তাতেই নাকি বাজিমাত করেছেন অভিনেত্রী। দেশের পাঁচ শহরে পাঁচটি ফ্ল্যাট রয়েছে তাঁর। এমনটাই দাবি করেছেন এক টুইটার ব্যবহারকারী।

Advertisement

মুম্বই,হায়দরাবাদ, গোয়া, কুর্গ, বেঙ্গালুরুর মতো শহরে নিজের ফ্ল্যাট রয়েছে অভিনেত্রীর। ২০২১ সাল থেকেই পর পর সম্পত্তিতে বিনিয়োগ শুরু করেন রশ্মিকা, এমনটাই গুঞ্জন। অভিনেত্রী পাঁচ শহরে পাঁচ ফ্ল্যাটের খবর নিমেষে ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। নজর এড়ায়নি রশ্মিকারও। এই প্রসঙ্গে মুখ খুললেন পর্দার ‘শ্রীবল্লী’। রশ্মিকা নিজের টুইটার অ্যকাউন্টে লেখেন, ‘‘যদি এটা সত্যি হত!’’ রশ্মিকা আরও লেখেন, ‘‘সুখী হও... আশা করব, সুখ এবং শান্তি তোমার জীবনে সর্বপ্রথমে স্থান পাবে। জীবনে নেতিবাচক অনুভূতির কোনও জায়গা নেই।’’

তবে কুর্গের বিরাজপেট এলাকায় মা-বাবার সঙ্গে থাকেন রশ্মিকা। সম্প্রতি গোয়ায় নিজের নতুন বাড়ির ছবি শেয়ার করেন ইন্সটাগ্রামে। আপাতত কুর্গ ও গোয়ার বাড়ির কথা সকলের জানা। তবে মুম্বই ও হায়দরাবাদে সত্যি সত্যি অভিনেত্রীর বাসস্থান রয়েছে কি না, তা নিয়ে সন্দিহান অনেকেই।

Advertisement
আরও পড়ুন