Ranveer Singh: অনাবৃত কই? ‘বিছানার চাদরের মতো’ শার্ট গায়ে রণবীর এখন ‘ফিটফাট’!

এটা কখন হল? নিরাবরণ রণবীরকে দেখে যত না শোরগোল, তার চেয়ে বেশি পোশাক পরা রণবীরকে দেখে!

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ জুলাই ২০২২ ১১:৫৩
 রণবীরকে নাকি ‘ঠিক’ করা হয়েছে?

রণবীরকে নাকি ‘ঠিক’ করা হয়েছে?

কাশ্মীরি গালিচার উপর সেই একই আধশোয়া ভঙ্গিতে রণবীর সিংহ। তবে আর অনাবৃত নন। গায়ে দিব্যি ঝলমল করছে ফুল-পাতা ছাপানো সাদা শার্ট। সঙ্গে মানানসই ট্রাউজার্স। এ সব কখন হল?

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিরাবরণ রণবীরকে দেখতেই অভ্যস্ত হয়ে গিয়েছেন অনেকে। নেট দুনিয়ায় হঠাৎ ভাইরাল তাঁর অনাবৃত ফটোশ্যুটের ছবি আগুন জ্বালিয়ে দিয়েছিল। সবার হাতে হাতে, ফোনে ফোনে ঘুরছিল সেই ছবি। কিন্তু শনিবার সকালে হঠাৎ অনাবৃত রণবীরকে পোশাকে ঢাকল এক অনলাইন পোশাক বিপণন সংস্থা।

Advertisement

দেখা যায়, রণবীরের অনাবৃত ছবিকে তারা সাজিয়েগুজিয়ে নিজেদের ব্র্যান্ডের পোশাক পরিয়ে দিয়েছে। আর নতুন পোস্টের ক্যাপশনে লিখেছে, ‘ঠিক করা হল।’

কী ঠিক করল সেই সংস্থা? এলোমেলো ছিলেন নাকি রণবীর? সেই নিয়ে শুরু হাসাহাসি। কেউ বললেন, জামায় বিছানার চাদরের মতো প্রিন্ট! কারও মন্তব্য, আগেই ভাল ছিল তো! তবে বির্তক এখন আর এক কাঠি উপরে। অনাবৃত রণবীরকেই কি দেখতে চান মানুষ?

যদিও রণবীর নিজের মুখেই জানিয়েছেন যে, পোশাক খুলতে তাঁর মোটেই আপত্তি নেই। হাজার হাজার মানুষের সামনে নিরাবরণ হতে পারেন তিনি। বাকিদের সমস্যা না হলেই হল!

Advertisement
আরও পড়ুন