Ranveer Singh

Ranveer Singh: কখনও আধশোয়া, কখনও গালিচায় উপুড় নগ্ন রণবীর! দীপিকা দেখেছেন?

নারী নগ্ন হলেই তুলকালাম। পুরুষ নগ্ন হলে কী? দেখিয়ে দিলেন রণবীর সিংহ

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ জুলাই ২০২২ ০১:২৮
রণবীর সিংহ।

রণবীর সিংহ। ছবি ইনস্টাগ্রাম।

নারী নগ্ন হলেই তোলপাড়! পুরুষ নগ্ন হলে? বোধহয়, রাতের ঘুম উধাও। যেমন করলেন রণবীর সিংহ। শরীরে একটিও সুতো নেই! সেই অবস্থায় একের পর এক ছবি তুলেছেন। তারকা অভিনেতার সেই ছবি নেট দুনিয়ায় ঝড় তুলেছে। অনুরাগীদের কৌতূহল, দীপিকা পাড়ুকোন কি দেখছেন?

পুরুষালি নগ্নতারও যে আলাদা সৌন্দর্য, জৌলুস আছে প্রমাণিত হলিউড, বলিউডে। মিলিন্দ সোমন একাধিক বার নগ্ন হয়েছেন। ছুটে বেড়িয়েছেন সমুদ্রের ধারে। তাই নিয়ে কম চর্চা হয়নি। একই সঙ্গে সেই নগ্নতার আকর্ষণও কেউ এড়াতে পারেননি। সেই পথে কি হাঁটলেন রণবীরও?

Advertisement

বলিউড বলছে, সম্ভবত তিনি হলিউড তারকা বার্ট রেনল্ডসের দ্বারা অনুপ্রাণিত। তাঁর মতো করেই কখনও হাত দিয়ে আড়াল করেছেন গোপনাঙ্গ। কখনও তাঁর নগ্ন দেহ উপুড় কাশ্মীরি গালিচায়। তাঁর সুঠাম অঙ্গ চুঁইয়ে পুরুষালি উষ্ণতার সম্মোহন।

এ ভাবেই ক্যামেরার সামনে অনায়াস তিনি। এই ভঙ্গিতেই কথা বলেছেন নিজের পেশা, আগামি কাজ, জীবন, জীবনবোধ নিয়ে। এবং রণবীরের দাবি, তাঁর আত্মার গায়েও তো কোনও পোশাক নেই। তাই নিয়ে কারও কোনও সমস্যা নেই। যত সমস্যা তিনি নগ্ন হলে?

তার পরেই আরও ছবির মতোই বিস্ফোরক তারকা, আমার নগ্নতা নিয়ে কোনও ছুঁতমার্গ নেই। তাই নগ্ন হতেও দ্বিধা নেই। সমস্যা অন্য লোকের। তাঁরা আমায় নগ্ন দেখতে রাজি নন। তাই আমিও সবার সামনে নিজেকে ঢেকেই রাখি।

Advertisement
আরও পড়ুন