Ranveer Singh

Ranveer: ২২ তারিখ এসে গেলেও থানায় যাবেন না! আরও খানিক সময় চাইলেন রণবীর

২২ অগস্টের মধ্যে রণবীরকে থানায় হাজিরা দিতে নির্দেশ দিয়েছিল মুম্বই পুলিশ। আবার সেই পরিকল্পনা ভেস্তে গেল।

Advertisement
সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২১ অগস্ট ২০২২ ১৮:৪০
অনাবৃত ফোটোশ্যুটের জের

অনাবৃত ফোটোশ্যুটের জের

২২ অগস্ট, সোমবার চেম্বুর থানায় হাজির দিতে যাওয়ার কথা ছিল রণবীর সিংহের। অনাবৃত ফোটোশ্যুট কাণ্ডে তাঁকে ডেকে পাঠিয়েছিল মুম্বই পুলিশ। কিন্তু নির্ধারিত দিনে থানায় যেতে পারবেন না, বলে পাঠালেন রণবীর। আরও দু’সপ্তাহ সময় চেয়ে নিয়েছেন অভিনেতা।

চারিত্রিক মূল্যবোধ এবং নারী-অনুভূতিতে আঘাত হেনেছেন রণবীর, এই অভিযোগে এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন এক মহিলা আইনজীবী। ২৬ জুলাই সেই অভিযোগ এফআইআর হিসাবে নথিভুক্ত করেছিল মুম্বইয়ের চেম্বুর থানার পুলিশ।

Advertisement

এ দিকে জন্মাষ্টমীর দিন নারকেল ফাটিয়ে বান্দ্রার নতুন বাড়িতে গৃহপ্রবেশ সেরেছেন সবে। স্ত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে সুখস্বপ্ন দেখছেন ভবিষ্যতের। তারই মধ্যে উটকো ঝামেলা এড়িয়ে যেতে চাইছেন রণবীর। অনাবৃত ফোটোশ্যুট, যা নিয়ে এত মাতামাতি, বিতর্ক, সে সব দীপিকা বা রণবীর কাউকেই স্পর্শ করছে না বলে জানান তারকা দম্পতি। যদিও সমস্যা গলার কাঁটা হয়ে রয়েই যাচ্ছে।

২২ অগস্টের মধ্যে তাঁকে হাজিরা দিতে নির্দেশ দিয়েছিল মুম্বই পুলিশ। সমন জারি করে নোটিস পাঠানো হয়েছিল। তবে পুলিশবাহিনী যখন অভিনেতার খোঁজে আসে, তখন তিনি বাড়িতে ছিলেন না। পুলিশকে জানানো হয়েছিল, ১৬ অগস্ট ফিরে আসবেন রণবীর। ফিরে আসার পর থানা থেকে ডেকে পাঠানো হয় তাঁকে। কিন্তু সেই পরিকল্পনার বদল ঘটল রণবীরের মত পরিবর্তনে। তাঁর হাজিরা দেওয়ার জন্য আবার নতুন দিন ঘোষণা করবে মুম্বই পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement