India's Got Latent

তদন্তে সহযোগিতা করছেন না রণবীর! গ্রেফতার করতে পারে মহারাষ্ট্র সাইবার অপরাধদমন শাখা?

খবর, সময় রায়না, আশিস চঞ্চলানি তদন্তের স্বার্থে মহারাষ্ট্র সাইবার অপরাধদমন শাখার অফিসে বয়ান রেকর্ড করে যান। রণবীর এবং অপূর্বা মুখিজা সাড়া দেননি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ১৩:৪৬
গ্রেফতার হতে পারেন রণবীর ইলাহাবাদিয়া?

গ্রেফতার হতে পারেন রণবীর ইলাহাবাদিয়া? ছবি: সংগৃহীত।

নতুন করে সমস্যায় জড়িয়ে পড়লেন রণবীর ইলাহাবাদিয়া? খবর, তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ এনেছে মহারাষ্ট্র সাইবার অপরাধদমন শাখা। ‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’ রিয়্যালিটি শো-তে মা-বাবাকে নিয়ে তাঁর অশালীন মন্তব্যে তোলপাড়া সারা দেশ। তদন্তের স্বার্থে রণবীর ছাড়াও শো-এর সঙ্গে যুক্ত সঞ্চালক-ইউটিউবার, সময় রায়না, আশিস চঞ্চলানি, অপূর্বা মুখিজাকে তলব করেছিল মহারাষ্ট্র অপরাধদমন শাখা। সময়, আশিস যোগাযোগ করলেও নাকি সাড়া দেননি রণবীর, অপূর্বা। খবর, অনুপস্থিতির কারণেই প্রশাসন অসন্তুষ্ট রণবীর এবং অপূর্বার উপরে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছে গোয়েন্দা দফতর। গ্রেফতার করা হতে পারে উভয়কেই।

Advertisement

গ্রেফতারি এড়াতে রণবীর-অপূর্বা কি পাল্টা কোনও আইনি পদক্ষেপ করছেন? এ বিষয়ে উভয়ের তরফ থেকে এখনও কোনও বিবৃতি মেলেনি।

সম্প্রতি, রণবীর তাঁর পডকাস্টে ফিরেছেন। শুরুতেই এক ভিডিয়োবার্তায় নিজের দেশকে ‘প্রিয় ভারত’ বলে সম্বোধন করেন। দেশবাসীদের অনুরোধ জানান, তাঁকে ‘আর একটি সুযোগ’ দেওয়ার জন্য। একই সঙ্গে আশ্বাস দেন, “আমরা আমাদের পডকাস্টের মান উন্নত করব। ভারতের সমৃদ্ধির ইতিহাস, সংস্কৃতি এবং ব্যক্তিগত বিকাশ সংক্রান্ত বিষয় নিয়ে প্রতি সপ্তাহে নিয়মিত চারটি করে পর্ব থাকবে।”

অন্য দিকে, অপূর্বা ‘ইন্ডিয়া’জ গট ল্যাটেন্ট’ বিতর্ক নিয়ে মুখ খুলে সকলের বিরাগভাজন হয়েছেন। সেই সময় তিনি ধর্ষণ ও মৃত্যুর হুমকিও পান বলে জানান। যার জেরে ঘুমের মধ্যে পক্ষাঘাতের শিকার হন তিনি। এক সাক্ষাৎকারে অপূর্বা সেই ভয়ানক পরিস্থিতির কথা উল্লেখ করে জানান, প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে ভাবতেন, সেই দিনটি হয়তো অন্য রকম যাবে। কিন্তু রোজ এমন কিছু তাঁর সঙ্গে ঘটত যে, তিনি তিনি ফের শারীরিক এবং মানসিক দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়তেন। তাঁর কারণে তাঁর মাকে অনেক অশ্লীল কথা শুনতে হয়েছিল। ফলে, অপূর্বার পাশাপাশি তাঁর মা-ও অসুস্থ হয়ে পড়েন। অপূর্বা ঘুমের মধ্যেও স্বস্তি পেতেন না। ভয় পেয়ে জেগে উঠতেন।

Advertisement
আরও পড়ুন