Ranbir Kapoor

Ranbir Kapoor: ওটিটি-তে পা দিচ্ছেন রণবীর কপূর?

অ্যান্থলজির নাম ‘অ্যায়সা ওয়্যাসা পেয়ার’। যেখানে চারটি প্রেমের গল্প দেখানো হবে। গল্পগুলি কোনও না কোনও ভাবে একে অপরের সঙ্গে যুক্ত।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২১ ১৮:২০
প্রেমের ছবিতে রণবীর

প্রেমের ছবিতে রণবীর

চারটি ছোট ছোট প্রেমের ছবি। তাতেই দেখা যাবে রণবীর কপূরকে! ‘ইরস নাও’-এর সঙ্গে হাত মিলিয়েছেন তিনি। এমনই খবর বলিউডে। যদিও রণবীর বা প্রযোজনা সংস্থা সরাসরি এই বিষয়ে কোনও ঘোষণা করেননি। জানা গিয়েছে, প্রযোজকেরা রণবীরের কাছে প্রস্তাব রেখেছেন। ‘ইরস নাও’-এর এই অ্যান্থলজিতে তাঁকে চান তাঁরা।

অ্যান্থলজির নাম ‘অ্যায়সা ওয়্যাসা পেয়ার’। যেখানে চারটি প্রেমের গল্প দেখানো হবে। গল্পগুলি কোনও না কোনও ভাবে একে অপরের সঙ্গে যুক্ত।

Advertisement

এর আগে শোনা গিয়েছিল, নেটফ্লিক্সের মাধ্যমে ওটিটি-তে হাতেখড়ি হবে ‘রকস্টার’-এর। কিন্তু মঞ্চ পাল্টে যাওয়ার খবরই বেশি শোনা যাচ্ছে এখন। এমনিতেই বহু দিন রুপোলি পর্দা থেকে দূরে রণবীর। সেই ‘ক্যামব্যাক’ ওটিটি-তে হলে সবচেয়ে বেশি খুশি হবেন বলিউড ‘ক্যাসানোভা’র অনুরাগীরাই।

রণবীরের তিনটি ছবি এখনও মুক্তির অপেক্ষায়। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’-তে তাঁর বিপরীতে দেখা যাবে আলিয়া ভট্টকে। রয়েছেন অমিতাভ বচ্চন, মৌনি রায়ও। বাণী কপূরের সঙ্গে ‘শামশেরা’-তে অভিনয় করবেন রণবীর। তা ছাড়া, লাভ রঞ্জন পরিচালিত ছবিতেও আগামী দিনে রণবীরকে দেখা যাবে বলে জানা গিয়েছে।

Advertisement
আরও পড়ুন