Ranbir Kapoor

আলিয়ার উপর খবরদারি, কিন্তু বাবা হিসাবে রণবীর সেরা, কী এমন করলেন ঋষি-পুত্র?

মা আলিয়া পিকা বল খেলতে ব্যস্ত মাঠে। মেয়ের সঙ্গে কী এমন করলেন যে নেটপাড়া রণবীরকে সেরা বাবার তকমা দিতে বাধ্য হল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৭:১৫
স্বামী হিসাবে যেমনই হোন না কেন, বাবা হিসেবে রণবীরই সেরা!

স্বামী হিসাবে যেমনই হোন না কেন, বাবা হিসেবে রণবীরই সেরা! ছবি: সংগৃহীত।

রণবীর কপূর নাকি স্ত্রী আলিয়া ভট্টের উপর খবরদারি করেন। স্ত্রীকে রীতিমতো চালনা করেন বলেই অভিযোগ তারকার বিরুদ্ধে। কিন্তু মেয়ে রাহার জন্মের পর তাঁর ধ্যানজ্ঞান নাকি মেয়ে। এক কথায় মেয়ে নয়নের মণি। আর মেয়েও তেমন, এক মুহূর্ত কাছছাড়া করে না বাবাকে। তাঁর ক্যামেরার সামনে প্রথম আত্মপ্রকাশ থেকে দ্বিতীয় বছর ক্রিসমাস— সব সময় বাবার গলা ধরেই রয়েছে রাহা। যদিও এখন সে খেলাধুলো করে, দৌড়োদৌড়ি করতেও শিখেছে। সম্প্রতি খেলার মাঠে মেয়ের সঙ্গে দেখা যায় রণবীরকে। সঙ্গে ছিলেন আলিয়াও। তবে স্ত্রী ব্যস্ত ছিলেন পিকা বল খেলতে। মেয়ের দেখভাল করছেন রণবীর। মাঠে মেয়ের সঙ্গে কী এমন করলেন যে নেটপাড়া রণবীরকে সেরা বাবার তকমা দিতে বাধ্য হল?

Advertisement

আসলে খানিকটা একান্তে বসে জিরোচ্ছিলেন রণবীর। কিন্তু ছোট্ট রাহার ইচ্ছে সে বাবার সঙ্গে খেলবে। দৌড়বে বাবাকে পাশে নিয়ে। দৌড়তে গিয়ে মাঠে পড়ে যায় রাহা। যদিও পড়ে গিয়ে নিজেই উঠে দাঁড়িয়ে ছুটে চলে যায় বাবার কাছে। রণবীর মেয়েকে কোলে নিয়ে হাতে-পায়ে হাত বুলিয়ে মেয়েকে কখনও আশ্বস্ত করেছেন, কখনও আবার মেয়েকে কোলে নিয়ে শূন্যে ছুড়েই ধরে ফেলেছেন। কখনও মেয়ের সঙ্গে খুনসুটিতে মত্ত হয়েছেন একেবারে আর পাঁচজন বাবার মতোই। কোনও তারকাসুলভ ব্যাপার নেই সেখানে। অভিনেতার এই দিক দেখে মুগ্ধ অনুরাগীরা। রণবীরই যে বাবা হিসাবে সেরা, সেই স্তুতি এখন নেটমহলে।

Advertisement
আরও পড়ুন