Ranbir Kapoor

Ranbir-Alia: সবে তো এক জন, আলিয়া আর আমি দু’জনেই প্রচুর সন্তান চাই! অকপট রণবীর

প্রচুর সন্তানের লক্ষ্যে আলিয়া-রণবীর। সেই সঙ্গে ভাল বাবাও হতে চান রণবীর। জানালেন, এই অনুভূতি কেমন বলে বোঝানোর নয়!

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ জুলাই ২০২২ ১৩:০৭
 প্রচুর সন্তানের লক্ষ্যে রণবীর

প্রচুর সন্তানের লক্ষ্যে রণবীর

বাবা হওয়ার সঠিক অনুভূতি কেমন, সে তো বলে বোঝানোর নয়। তবু ভাবতে ভাল লাগে রণবীর কপূরের। এক সাক্ষাৎকারে জানালেন, আলিয়ার সঙ্গে প্রথম সন্তানের অপেক্ষার মাঝে বাবা হিসেবে নিজেকে আবিষ্কার করেই চলেছেন ঋষি-পুত্র।গত এপ্রিলেই সাত পাকে বাঁধা পড়েছেন রণলিয়া। সন্তানও আসছে। হাতে ‘সমশেরা’ এবং ‘ব্রহ্মাস্ত্র’-র মতো সাড়া ফেলা ছবি। সব মিলিয়ে এখন তো স্বর্ণ-সময়? জবাবে মিষ্টি হাসি ৩৯ বছরের অভিনেতার। বলেন, ‘‘আমি এই মুহূর্তটাকে কী ভাবে ব্যাখ্যা করতে হয়, জানি না। সত্যি বলতে, আমি সঠিক উত্তর ভেবে উঠতেও পারছি না। এইটুকু বলতে পারি, জলে সাঁতার কাটতে নামার আগে যেমন একটা আশঙ্কা, উত্তেজনা আর আনন্দ মেশানো অনুভূতি হয়, আমারও তা-ই হচ্ছে।’’

অভিনেতা ভাগ করে নিয়েছেন তাঁর এবং আলিয়ার সুপ্ত ইচ্ছের কথাও। তাঁরা দু'জনেই যে বাচ্চা ভালবাসেন! রণবীরের কথায়, ‘‘আমরা দীর্ঘ দিন ধরেই ভেবে এসেছি, আমাদের প্রচুর সন্তান চাই। প্রথম সন্তানকে ইতিমধ্যেই পেয়ে আমরা জীবনের কাছে ঋণী।’’

Advertisement

সম্প্রতি টেলিভিশনের এক অনুষ্ঠানে নবজাতকের যত্নআত্তির পাঠ নিয়ে দেখা গিয়েছে রণবীরকে। কোলে একটি বড়সড় শিশু-পুতুল। তার মুখে দুধের বোতল ধরেছিলেন অভিনেতা। কেমন করে শিশুকে কোলে নিতে হয়, তা-ও শিখেছিলেন মন দিয়ে। জানিয়েছিলেন, তিনি সেরা বাবা হতে চান। তাই আগেভাগেই প্রশিক্ষণ নিচ্ছেন।পরবর্তী সন্তানের পরিকল্পনাও কি ইতিমধ্যেই সেরে ফেলেছেন দম্পতি? তা নিয়ে অবশ্য মুখ খোলেননি হবু বাবা।

Advertisement
আরও পড়ুন