Rakul preet- jackky wedding

এক বার নয় দু’বার চার হাত এক হবে রকুল-জ্যাকির! কোন কোন রীতিতে বিয়ে তাঁদের?

জ্যাকি-রকুল বিয়ের ক্ষেত্রে প্রথম থেকেই অন্য পথে হেঁটেছেন। কেন দু’বার বিয়ে করবেন তাঁরা?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৩০
Rakul preet singh and jackky bhagnani to have two weddings and pheras 3pm

রকুলপ্রীত সিংহ এবং জ্যাকি ভগনানি। ছবি: সংগৃহীত।

২১ ফেব্রুয়ারি গোয়াতে চার হাত এক হতে চলেছে রকুল প্রীত সিংহ ও জ্যাকি ভগনানির। গত শনিবার রাতেই সপরিবার গোয়ায় উড়ে গিয়েছেন হবু বর-কনে। সঙ্গীত, মেহন্দি,গায়েহলুদ— বিয়ের সমস্ত উদ্‌যাপনই হয়েছে গোয়াতে। বুধবার দুপুর ৩টে নাগাদ সাত পাক ঘুরবেন তাঁরা। বিয়ের ক্ষেত্রে জ্যাকি-রকুল প্রথম থেকেই অন্য পথে হেঁটেছেন। আয়োজনে কোনও কমতি থাকছে না। কিন্তু সব কিছুই হবে পরিবেশবান্ধব পদ্ধতিতে। তেমনই তাঁদের বিয়ের ধরনও আলদা। এক বার নয়, দু’বার বিয়ে করবেন তাঁরা।

Advertisement

রকুল প্রীত নিজে শিখ। তাই প্রথম অনন্তকারজ (শিখদের বিয়ের অনুষ্ঠান) হবে। অন্য দিকে জ্যাকিরা হলেন সিন্ধি। সেই কারণে ফের সিন্ধি নিয়ম মেনে হবে বিয়ে।

বেশ কয়েক বছর ধরে প্রেম করছেন তাঁরা। নিজেদের সম্পর্ক নিয়ে জনসমক্ষে তেমন ভাবে আলোচনা না করলেও কখনও সে ভাবে লুকোছাপাও করেননি রকুলপ্রীত বা জ্যাকি, কেউ-ই। গত কয়েক বছরের প্রেমের পর নতুন বছরে নিজেদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন দুই বলিউড ব্যক্তিত্ব। গোয়ায় বিয়ের পর্ব মিটিয়েই মুম্বই ফিরবেন তাঁরা। ২২ ফেব্রুয়ারি মুম্বইয়ের বন্ধুবান্ধব, তারকাদের জন্য রয়েছে রিসেপশন পার্টির আয়োজন। প্রযোজক বাসু ভগনানির ছেলে জ্যাকি। বহু হিট ছবি দিয়েছে তাঁদের প্রযোজনা সংস্থা। তাই জ্যাকি-রকুলের বিয়েতে যে বি-টাউনের খ্যাতনামী তারকারা আসবেন, এটা ধরে নেওয়াই যায়। সেই সঙ্গে অতিথি তালিকায় নাম রয়েছে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও।

Advertisement
আরও পড়ুন