প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল ‘ভাইজান’কে। সম্প্রতি বাড়িতে উড়ো চিঠি দিয়ে সলমনকে প্রাণনাশের হুমকি দেয় দুষ্কৃতী লরেন্স বিষ্ণোই ও তার দল। হুমকি চিঠিতে লেখা ছিল, যে ভাবে পঞ্জাবি গায়ক সিধু মুসে ওয়ালাকে খুন করা হয়েছে, সেই ভাবে সলমনকেও হত্যা করা হবে।
এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে আমচি মুম্বইয়ে। সলমন অনুরাগীদের সংশয়, চিন্তা ও উদ্বেগে সরগরম হয়ে ওঠে বলিউড।
শুধু বলিউডই নয়, সংশয়ে সলমন নিজেও। নিরাপত্তার কারণে নিজের কাছে বন্দুক রাখতে চেয়ে প্রসাশনের কাছে আবেদন করেন ‘দাবাং’-র নায়ক। তাঁর আবেদন মঞ্জুরও করেছে প্রশাসন।
সলমনের নিজের কাছে বন্দুক রাখার আবেদন মঞ্জুর হওয়ায় খানিকটা স্বস্তিতে ‘ভাইজান’-অনুরাগীরা।
মুম্বইয়ে সংবাদ সংস্থার কাছে সলমন-ভক্ত রাখি সবন্তও তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। সলমনকে আশ্বস্ত করে রাখি বলেছেন, ‘‘সলমন স্যর, আপনি টেনশন করবেন না। আমি দিনরাত আপনার জন্য প্রার্থনা করছি। সারা ভারতবাসীর আশীর্বাদ রয়েছে আপনার সঙ্গে। আপনার কিচ্ছু হবে না।’’
প্রয়োজনে রাখি সলমনের দেহরক্ষীও হতে পারেন, এমন আশ্বাসও দিয়েছেন প্রিয় নায়ককে।
একেবারে ফিল্মি কায়দায় রাখির প্রতিশ্রুতি, ‘‘প্রয়োজনে আমি সলমনের দেহরক্ষী হতে প্রস্তুত। সলমনের সামনে থাকব, গুলি চললে আমাকে আঘাত করবে। ভাইকে ছুঁতে পারবে না।’’