Rakhi Sawant

স্বামী জেলেই ছিলেন, এ বার গ্রেফতার রাখি সবন্তের ভাইও

এমনিতেই নিত্যদিন শিরোনামে থাকেন রাখি সবন্ত, বলিউডের ‘ড্রামা কুইন’-র তকমা দেওয়া হয়েছে তাঁকে। এ বার রাখির পরিবারে বিপদ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ মে ২০২৩ ১৩:০০
 Rakhi Sawant arrested by mumbai police in cheque bouncing case

বোনকে নিয়ে কম বিতর্ক নেই, এ বার জেলবন্দি রাখির ভাই। ছবি: সংগৃহীত।

নতুন বছরের শুরু থেকেই থানাপুলিশ নিয়ে জর্জরিত রাখি সবন্ত। কারণ তাঁর স্বামী। এই মুহূ্র্তে জেলবন্দি অভিনেত্রীর স্বামী। খুব শীঘ্রই বিবাহবিচ্ছেদ হতে চলেছে তাঁদের। এর মাঝে নতুন বিপদ রাখির পরিবারে। অভিনেত্রীর ভাই রাকেশ সবন্তকে গ্রেফতার করল ওশিওয়াড়া পুলিশ।

স্বামী আদিল দুরানির জন্য প্রায় দিনই থানা পুলিশ লেগেই রয়েছে রাখি। এর মাঝেই গ্রেফতার হলেন রাখির ভাই। চেক বাউন্সের জন্য গ্রেফতার করা হয় রাকেশকে। ঘটনাটি যদিও ২০২০ সালের। তিনি পেশায় প্রযোজক, পরিচালক।

Advertisement

শোনা যায়, ২০২০ সালে এক ব্যবসায়ী রাকেশের নামে অভিযোগ করেন। সেই সময় রাকেশকে গ্রেফতার করা হলে শর্তসাপেক্ষ জামিনে মুক্তি পেয়ে যান। ব্যবসায়ীকে তাঁর প্রাপ্য টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু কথা রাখেননি রাখির ভাই। এ বার ভারতীয় দণ্ডবিধির ১৩৮ ধারায় মামলা রুজু করা হয়েছে। আগামী ২২ মে পর্যন্ত অভিনেত্রীর ভাইয়ের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement
আরও পড়ুন