rajkumar rao

Rajkumar-Patralekhaa: মহাধুমধামে বিয়ে রাজকুমার-পত্রলেখার, উদ্‌যাপন চণ্ডীগড়ে

ভক্তদের সুবাদে শুধু খুঁটিনাটি তথ্যই নয়, প্রকাশ্যে এল বিয়ের কার্ডও। তাতেই প্রকাশ, চণ্ডীগড়ের বিলাসবহুল হোটেলে হবে বিয়ের অনুষ্ঠান।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২১ ১৫:৪৬
নতুন অধ্যায় শুরু করলেন রাজকুমার এবং পত্রলেখা।

নতুন অধ্যায় শুরু করলেন রাজকুমার এবং পত্রলেখা।

বিয়ে করলেন রাজকুমার রাও এবং পত্রলেখা। মুম্বই থেকে দূরে চণ্ডীগড়ে বিয়ের উদ্‌যাপন। এত দিন ধরে বিয়ের খবর জানাজানি হওয়ার পর থেকেই হইচই চলছিল অনুরাগীদের মধ্যে।

টুইটারে রাজকুমারের একটি ফ্যানপেজে তাঁর বিয়ের কার্ডটি পোস্ট করা হয়েছিল। নীল রঙের কার্ডের উপর ঝাড়বাতি, কলাগাছ আঁকা। সম্ভবত, শুভ কাজের প্রতীক হিসেবে এগুলিকে ব্যবহার করা হয়েছে। সেই কার্ড থেকেই জানা গিয়েছে, চণ্ডীগড়ের একটি বিলাসবহুল হোটেলে উদ্‌যাপন হবে এই পরিণয়ের।

Advertisement

শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছিল বিয়ের ধুমধাম। ঘনিষ্ঠ বৃত্তের মানুষদের নিয়ে আনন্দে মেতে উঠেছেন রাজকুমার-পত্রলেখা। কিছু দিন আগেই হাঁটু মুড়ে বসে নতুন করে হবু স্ত্রীকে প্রেম নিবেদন করেছিলেন অভিনেতা। এ বার আর মাত্র দিন কয়েকের অপেক্ষা। অবশেষে মধুরেণ সমাপয়েৎ।

Advertisement
আরও পড়ুন