Raima Sen

ভাষা খুঁজে পাচ্ছেন না রাইমা, অভিনেত্রীর প্রয়াত বাবার সঙ্গে কোন মিল খুঁজে পেলেন সুদীপা?

রাইমার মুখের গড়নের সঙ্গে অনেকেই দিদিমা সুচিত্রা সেনের সাদৃশ্য পান। সে কথা মানেন অভিনেত্রী নিজেও।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ১৭:৩৮
(বাঁ দিক থেকে) রাইমা সেন, ভরত দেববর্মা, সুদীপা চট্টোপাধ্যায়।

(বাঁ দিক থেকে) রাইমা সেন, ভরত দেববর্মা, সুদীপা চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

১৯ নভেম্বর প্রয়াত হন অভিনেত্রী রাইমা সেনের বাবা ভরত দেববর্মা। বালিগঞ্জের বাড়িতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। যদিও শেষ সময় বাবার পাশে থাকতে পারেননি রাইমা। শহরের বাইরে ছিলেন শুটিংয়ের কারণে। মা মুনমুনকে নিয়ে একসঙ্গে ফেরার পর শোকস্তব্ধ রাইমার ছবি সে দিন দেখেছেন সকলে। স্বাভাবিক ভাবেই বাবার মৃত্যুর পর রাইমার চোখেমুখে শোকের ছায়া। বাড়ির বাইরে বেরিয়ে মৃদু স্বরে বলেছিলেন, ‘‘শেষ সময় পাশে থাকতে পারলাম না। বাবাকে খুব মিস্ করব।’’ তিন দিন পেরিয়ে বাবার একগুচ্ছ ছবি পোস্ট করেন রাইমা। সেই ছবিতেই বাবা-মেয়ের মিল খুঁজে পেলেন সুদীপা চট্টোপাধ্যায়।

Advertisement

বাবার কম বয়সি বেশ কিছু সাদাকালো ছবি পোস্ট করে রাইমা লেখেন, ‘‘এখনও কিছু যে লিখব ভাষা খুঁজে পাচ্ছি না। যেমন ভাল স্বামী তেমনই ভাল বাবা ছিলে। যত ক্ষণ না ফের দেখা হচ্ছে যেখানে আছ ভাল থেকো এবং রাজার মতো থেকো, যেমনটা তুমি ছিলে। সারা জীবন তোমাকে মিস্ করব, ভালবাসব।’’ ছবিতে রাইমার সঙ্গে তাঁর বাবার চোখের মিল পেয়েছেন সুদীপা। এমনিতেই রাইমার মুখের গড়নের সঙ্গে অনেকেই দিদিমা সুচিত্রা সেনের সাদৃশ্য পান। সে কথা মানেন অভিনেত্রী নিজেও। তবে রাইমার চোখ অবিকল তাঁর বাবার মতো, জানালেন সুদীপা। তিনি লেখেন, ‘‘অবিশ্বাস্য, তোমার চোখটা একেবারে তোমার বাবার মতো। তোমার সঙ্গে তোমার বাবার মিলই বেশি। ওঁর আত্মার শান্তি কামনা করি।’’

আরও পড়ুন
Advertisement