বড়দিনে বাবা-মায়ের সঙ্গে রাহা। ছবি: সংগৃহীত।
দু’বছর পেরিয়েছে রণবীর ও আলিয়া কন্যা রাহার বয়স। গত বছর বড়দিনেই মেয়ে রাহার সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেন কপূর দম্পতি। তার পর থেকে রাহার বেড়ে ওঠে প্রতিটি মুহূর্ত ক্যামেরাবন্দি করতে চেয়েছেন আলোকচিত্রীরা। এ বার সেই মেয়ে আর একটু বড় হয়েছে। কিন্তু গত বছরের মতো এ বারও বাবার কোল থেকে নামতে চায়নি। মাটিতে পা না রাখলেও ক্যামেরার ঝলকানিতে আর গত বারের তো জড়তা নেই। আলোকচিত্রীদের অভিবাদন জানাল সে নিজস্ব ভঙ্গিমায়।
প্রতি বছর এই দিনেই কপূরর পরিবারের সদস্য এক জায়গায় জড়ো হন। দুপুরের ভোজ সারেন সকলে একত্রে। বিয়ের পর থেকে রণবীর আসেন আলিয়া ও মেয়ে রাহাকে নিয়ে। গত বছর প্রথম আলোকচিত্রীদের সামনে নিয়ে আসেন তাঁরা মেয়েকে। সে দিন ক্যামেরার দিকে বাবা-মায়ের গলা জড়িয়ে তাকিয়েছিল রাহা। এ বার এক ধাপ এগিয়ে গিয়েছে সে। গাড়ি থেকে নামার আগে আলিয়া বার বার অনুরোধ করেন আলোকচিত্রীদের চিৎকার না করতে। ছোট্ট বাচ্চা ভয় পেতে পারে। কিন্তু বাবার কোলে হাসতে হাসতে নামে সে। হাত নেড়ে বলে, ‘মেরি ক্রিসমাস।’ তার পর চলল ছবি তোলার পর্ব। ফিরে যাওয়ার সময় ক্যামেরা লক্ষ করে উড়ন্ত চুমু ছুড়ে দেয় ওইটুকু মেয়ে। সমাজমাধ্যমে নিমেষে ভাইরাল হয় সেই ছবি।