Ragini Dwivedi

মাদক পাচার চক্রে ধৃত কন্নড় অভিনেত্রী রাগিনীকে জামিন দিল সুপ্রিম কোর্ট

৪ সেপ্টেম্বর তাঁকে গ্রেফতার করে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ (সিসিবি)।

Advertisement
সংবাদ সংস্থা
বেঙ্গালুরু শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২১ ১৭:০৪
কন্নড় অভিনেত্রী রাগিনী দ্বিবেদী।

কন্নড় অভিনেত্রী রাগিনী দ্বিবেদী।

মাদক পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার কন্নড় অভিনেত্রী রাগিনী দ্বিবেদীর জামিন মঞ্জুর করল শীর্ষ আদালত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট তাঁর জামিন মঞ্জুর করেছে।

৪ সেপ্টেম্বর তাঁকে গ্রেফতার করে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ (সিসিবি)। মাদক পাচার চক্রের সঙ্গে রাগিনীর যুক্ত থাকার অভিযোগ পাওয়ার পরই ৩ সেপ্টেম্বর রাগিনীকে তলব করে সিসিবি। সিসিবির অফিসে নিজে হাজির না হয়ে তাঁর আইনজীবীকে পাঠান রাগিনী। অভিযোগ, ওই দিনই নিজের ফোন নম্বরও বদলে ফেলেন অভিনেত্রী। এর পরই সিসিবি আধিকারিকরা আদালতের দ্বারস্থ হয়ে রাগিনীর বাড়িতে তল্লাশির আবেদন জানান। আদালত সেই আবেদন মঞ্জুর করে। তার পরদিন সকালে রাগিনীর বাড়িতে তল্লাশি শুরু করে সিসিবি।

Advertisement

সূত্রের খবর, তল্লাশির সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস বাজেয়াপ্ত করেন সিসিবি আধিকারিকরা। জেরার জন্য রাগিনীকে সিসিবি দফতরে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ ক্ষণ তাঁকে জেরা করার পর ওই দিনই গ্রেফতার করা হয়।

এই মাদক চক্রের তদন্তে নেমে রাগিনী-সহ কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির ১৫ জন সেলিব্রিটির নাম পান তদন্তকারীরা।

আরও পড়ুন
Advertisement