movie

Kaali Poster: সিগারেটে সুখটান দিচ্ছেন ‘আধুনিকা’ মা কালী! পরিচালককে গ্রেফতারের দাবি

দেবী কালীকে বিচিত্র অবতারে দেখানো হয়েছে এই ছবির পোস্টারে। ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে উত্তর প্রদেশের থানায়।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৫ জুলাই ২০২২ ১৮:২৫
এই পোস্টার ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।

এই পোস্টার ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।

এক হাতে বরাভয় মুদ্রা। অন্য হাতে সিগারেট! এ ভাবেই অতি সম্প্রতি দেবী কালী আবির্ভূতা। রীতিমতো সিগারেটে সুখটান দিচ্ছেন! এখানেই শেষ নয়। দেবীর পিছনে ‘এলজিবিটিকিউ’-এর রামধনু পতাকা। এটিই দক্ষিণী পরিচালক লীনা মেকালাইয়ের নতুন তথ্যচিত্র ‘কালী’র পোস্টার। এ হেন পোস্টার নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

হিন্দু ধর্মের অন্যতমা প্রধানা দেবী কালীর এমন চিত্রণে অনেকেই আহত। মঙ্গলবার পরিচালকের নামে উত্তরপ্রদেশের একটি থানায় লিখিত অভিযোগও দায়ের হয়েছে। অভিযোগকারীদের বক্তব্য, ধর্ম নিয়ে ছেলেখেলা হচ্ছে। এ ভাবে কোনও হিন্দু দেবতাকে দেখানো যেতে পারে না।

Advertisement

বিতর্কের সূত্রপাত ২ জুলাই থেকে। ঐ দিন পরিচালক তাঁর ছবির পোস্টার প্রকাশ্যে আনেন। একই দিনে ছবিটি মুক্তি পায় কানাডায়। স্বাভাবিক ভাবেই লীনা তাঁর নতুন কাজ নিয়ে রোমাঞ্চিত। জানান, টরেন্টো মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের ‘আন্ডার দ্য টেন্ট’ প্রোগ্রামের অংশ হিসেবে ‘কালী’র অংশবিশেষ দেখানো হবে। এ দিকে পোস্টার প্রকাশ্যে আসতেই ক্রমশ বিতর্ক দানা বাঁধতে থাকে। একাধিক হিন্দুত্ববাদী সংগঠন এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। তাদের বক্তব্য, হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছেন পরিচালক। পরিচালককে গ্রেফতারের দাবিও উঠেছে।

শুধু ভারতে নয়, কানাডায় বসবাসকারী ভারতীয়দের একটা অংশও পোস্টারটি দেখার পর থেকেই প্রচণ্ড ক্ষিপ্ত। পরিস্থিতি বুঝে ওই দিন রাতেই কানাডার ভারতীয় হাইকমিশন অনুষ্ঠান চত্বর থেকে লীনার ছবির পোস্টারটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়।

যাঁর ছবির পোস্টার নিয়ে এত কাণ্ড, তাঁর কী প্রতিক্রিয়া? আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছে লীনার বক্তব্য, ‘‘এক জন কবি এবং পরিচালক হিসেবে আমি দেবী কালীকে আমার নিজের স্বাধীন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরার চেষ্টা করেছি।’’

আরও পড়ুন
Advertisement