রাজ চক্রবর্তীর হিন্দি সিরিজ় ‘পরিণীতা’য় অদিতি পোহনকর। ছবি: সংগৃহীত।
ঘড়ির কাঁটা রাত সওয়া ৮টার ঘরে। জমজমাট সুকিয়া স্ট্রিটের ফুটপাত ঘেঁষে বড় বড় জেনারেটরের গাড়ি। শ্রীমাণি বাড়ির দালান গমগম করছে। ইতিউতি ছড়িয়ে আলোর সরঞ্জাম, চেয়ার, টেবিল এবং নানা বয়সের লোকজন। ঢুঁ মারতেই জানা গেল শুটিং চলছে। দক্ষিণ কলকাতার পর্ব মিটতেই রাজ চক্রবর্তী তাঁর ‘মেহুল’ এবং ‘বাবাইদা’কে নিয়ে ফিরে গিয়েছেন চেনা ডেরায়, উত্তর কলকাতায়। হিন্দি সিরিজ় ‘পরিণীতা’র শুটিংয়ের কারণে। শুটিংয়ের কিছু ছবি প্রথম আনন্দবাজার অনলাইনে।
দুটো গলি পেরিয়ে আশুতোষ শীল লেন। পায়ে পায়ে নির্দিষ্ট স্থানে পৌঁছতেই দেখা মিলল পরিচালকের। বাদামি গেঞ্জি আর কার্গো প্যান্টে রাজ নায়িকা ‘মেহুল’ অদিতি পোহানকরকে দৃশ্য বোঝাচ্ছেন। স্থানীয় বাসিন্দারা ঝাঁকে ঝাঁকে এসে দেখে যাচ্ছেন সেই শুটিং। মুখোমুখি হতেই তাঁরা উত্তেজিত, “সোম আর মঙ্গলবার ধরে রাজদা শুটিং করছেন। এখানেই রাজদা তাঁর বাংলা ছবি ‘পরিণীতা’রও শুটিং করেছিলেন। তখনও আমরা দেখতে এসেছিলাম। খুব ভাল লাগছে।”
এটা মধ্যবয়সিদের কথা। এই প্রজন্ম তাঁদের থেকেও উত্তেজিত অন্য দুটো কারণে। এক তরুণী পাশে দাঁড়িয়ে শুনছিলেন। বড়দের কথা ফুরোতেই তিনি কলকলিয়ে উঠলেন, “সোমবার এখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছিল। রাজদা শুটিং করলেন। নিজস্বী তুললেন প্রতিমার সঙ্গে। আমাদের সঙ্গেও।” তরুণী ফের বললেন, “পরমব্রতও সকাল থেকে গত দু’দিন ধরে শুটিং করেছেন।”
শুটিংয়ে তখন কী হচ্ছিল? বেগনি রঙের ওয়ান পিসের উপর সাদা জ্যাকেটে নিজেকে মুড়ে নায়িকা তৈরি। মুখে রূপটানের তুলি শেষ বার বুলিয়ে তিনি পরিচালকের নির্দেশের অপেক্ষায়। হঠাৎ গলিতে একটি রিকশা ঢুকে পড়ল! বেশ কিছুটা যাওয়ার পর রাজের ‘কাট কাট’ চিৎকার। অর্থাৎ, এটাও সিরিজ়ের একটি দৃশ্য। সন্ধ্যায় পরমব্রতকে দেখা না গেলেও ছিলেন বলিউডের প্রিয়াংশু পেইনুলি। নায়িকার সঙ্গে শট দিলেন তিনি। ছবিতে রয়েছেন বলিউডের আরও এক অভিনেতা সুমিত ব্যাস। খবর, সিরিজ়টি দেখা যাবে হটস্টারে।টলিউড থেকে আছেন লাবণী সরকার, অনন্যা সেন, প্রীতি সরকার, শঙ্কর চক্রবর্তী, রোশনি ভট্টাচার্য প্রমুখ।
বাংলা ছবিতে নায়িকা ‘মেহুল’-এর চরিত্রে অভিনয় করেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। হিন্দি
সিরিজ়ে সেই চরিত্রেই অদিতি। একই ভাবে বদলে গিয়েছেন নায়কও। ঋত্বিক চক্রবর্তীর
জায়গায় পরমব্রত। সুমিতকে দেখা যাবে খলনায়কের চরিত্রে। যে চরিত্রে বাংলা ছবিতে অভিনয় করেছিলেন গৌরব চক্রবর্তী। ছবিতে নায়িকার নীরব প্রেমিকের ভূমিকায় দেখা গিয়েছিল আদৃত রায়কে। সেই ভূমিকায় দেখা যাবে প্রিয়াংশুকে। প্রসঙ্গত, সুমিত জনপ্রিয় ‘ইংলিশ ভিংলিশ’, ‘পার্চড’, ‘বীরে দি ওয়েডিং’-এর জন্য। প্রিয়াংশুকে দেখা গিয়েছে ‘রক অন ২’, ‘পিপ্পা’ ছবিতে, ‘মির্জ়াপুর ২’ সিরিজ়ে।
কলকাতার শুটিং পর্ব মিটলে রাজ পৌঁছে যাবেন দার্জিলিংয়ে। শৈলশহরে বাকি দৃশ্য ক্যামেরাবন্দি করবেন তিনি।