Bigg Boss

জিততে পারলেন না ‘বিগ বস’, ‘বাজিগর’ প্রতীককে নিয়ে লক্ষ লক্ষ টুইট! চেনেন তাঁকে?

সহজে খ্যাতি পাওয়ার কোনও উপকরণ ছাড়াই বছর আঠাশের এই যুবক এখন ‘ট্রেন্ডিং’। কিন্তু কেন?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২২ ১০:৩৯
০১ ১২
ইন্ডাস্ট্রিতে নেই ‘গডফাদার’। নামের পিছনে নেই খান-কপূরের মতো পদবী। সহজে খ্যাতি পাওয়ার কোনও উপকরণ ছাড়াই  বছর আঠাশের এক যুবক ‘ট্রেন্ডিং’।

ইন্ডাস্ট্রিতে নেই ‘গডফাদার’। নামের পিছনে নেই খান-কপূরের মতো পদবী। সহজে খ্যাতি পাওয়ার কোনও উপকরণ ছাড়াই বছর আঠাশের এক যুবক ‘ট্রেন্ডিং’।

০২ ১২
প্রতীক সেহজপাল। এখন যদিও তাঁকে ‘বাজিগর’ বলা যেতেই পারে। হেরেও যে জিতে যাওয়া যায়, তা তিনি অনায়াসে প্রমাণ করে দিলেন।

প্রতীক সেহজপাল। এখন যদিও তাঁকে ‘বাজিগর’ বলা যেতেই পারে। হেরেও যে জিতে যাওয়া যায়, তা তিনি অনায়াসে প্রমাণ করে দিলেন।

০৩ ১২
‘বিগ বস ১৫’-র চূড়ান্ত ফল ঘোষণা হল। বিজয়ীর শিরোপা পেলেন অভিনেত্রী তেজস্বী প্রকাশ। ‘রানার আপ’-এর তকমা নিয়ে খুশি থাকতে হল প্রতীককে।

‘বিগ বস ১৫’-র চূড়ান্ত ফল ঘোষণা হল। বিজয়ীর শিরোপা পেলেন অভিনেত্রী তেজস্বী প্রকাশ। ‘রানার আপ’-এর তকমা নিয়ে খুশি থাকতে হল প্রতীককে।

Advertisement
০৪ ১২
কিন্তু তাতে কী! অনুষ্ঠান শেষ হতেই আলোচনার কেন্দ্রে প্রতীক। সহকর্মী-অনুরাগীরা ভালবাসায় ভরিয়ে দিচ্ছেন ২৮ বছর বয়সি যুবককে।

কিন্তু তাতে কী! অনুষ্ঠান শেষ হতেই আলোচনার কেন্দ্রে প্রতীক। সহকর্মী-অনুরাগীরা ভালবাসায় ভরিয়ে দিচ্ছেন ২৮ বছর বয়সি যুবককে।

০৫ ১২
কিন্তু কে এই প্রতীক? কী করেন তিনি? নেটমাধ্যমেই বা কেন এত জনপ্রিয়তা তাঁর? চলুন জেনে নেওয়া যাক।

কিন্তু কে এই প্রতীক? কী করেন তিনি? নেটমাধ্যমেই বা কেন এত জনপ্রিয়তা তাঁর? চলুন জেনে নেওয়া যাক।

Advertisement
০৬ ১২
প্রতীক একাধারে মডেল, শারীর শিক্ষা প্রশিক্ষক এবং বডি বিল্ডার। ‘এমটিভি লাভ স্কুল’-এর তৃতীয় সিজনে অংশগ্রহণ করেছিলেন তিনি।  গত বছর ‘বিগ বস ওটিটি’-তেও দেখা গিয়েছিল তাঁকে।

প্রতীক একাধারে মডেল, শারীর শিক্ষা প্রশিক্ষক এবং বডি বিল্ডার। ‘এমটিভি লাভ স্কুল’-এর তৃতীয় সিজনে অংশগ্রহণ করেছিলেন তিনি। গত বছর ‘বিগ বস ওটিটি’-তেও দেখা গিয়েছিল তাঁকে।

০৭ ১২
টেলিভিশনের দৌলতে অনায়াসেই চেনা মুখ হয়ে ওঠেন প্রতীক। বাড়তে থাকে অনুরাগীর সংখ্যা।

টেলিভিশনের দৌলতে অনায়াসেই চেনা মুখ হয়ে ওঠেন প্রতীক। বাড়তে থাকে অনুরাগীর সংখ্যা।

Advertisement
০৮ ১২
নেটমাধ্যমে জনপ্রিয়তার নিরিখে অনেক বলিউড তারকাকেও পিছনে ফেলে দিতে পারেন ল্লির এই যুবক। বর্তমানে তাঁর ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা ১০ লক্ষ।

নেটমাধ্যমে জনপ্রিয়তার নিরিখে অনেক বলিউড তারকাকেও পিছনে ফেলে দিতে পারেন ল্লির এই যুবক। বর্তমানে তাঁর ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা ১০ লক্ষ।

০৯ ১২
‘বিগ বস’-এর চূড়ান্ত সিদ্ধান্ত যাই হোক, প্রতীককে ইতিমধ্যেই বিজয়ী ঘোষণা করে দিয়েছেন তাঁর অনুরাগীরা। ফল ঘোষণা পর থেকে প্রতীকের নামের হ্যাশটাগ ব্যবহার প্রায় ৮০ লক্ষের বেশি টুইট করা হয়েছে। দাবি জানানো হয়েছে তাঁর হাতে বিজয়ীর ট্রফি তুলে দেওয়ার।

‘বিগ বস’-এর চূড়ান্ত সিদ্ধান্ত যাই হোক, প্রতীককে ইতিমধ্যেই বিজয়ী ঘোষণা করে দিয়েছেন তাঁর অনুরাগীরা। ফল ঘোষণা পর থেকে প্রতীকের নামের হ্যাশটাগ ব্যবহার প্রায় ৮০ লক্ষের বেশি টুইট করা হয়েছে। দাবি জানানো হয়েছে তাঁর হাতে বিজয়ীর ট্রফি তুলে দেওয়ার।

১০ ১২
শুধু অনুরাগীরাই নন, প্রতীকের সমর্থনে এগিয়ে এসেছেন একাধিক তারকা। ‘বিগ বস ৭’-এর বিজয়ী গৌহর খান টুইট করেছেন প্রতীকের উদ্দেশে।

শুধু অনুরাগীরাই নন, প্রতীকের সমর্থনে এগিয়ে এসেছেন একাধিক তারকা। ‘বিগ বস ৭’-এর বিজয়ী গৌহর খান টুইট করেছেন প্রতীকের উদ্দেশে।

১১ ১২
লিখেছেন, ‘বিজয়ীর নাম ঘোষণার পর স্টুডিয়োর নিস্তব্ধতাই সবটা বুঝিয়ে দিয়েছে। ‘বিগ বস ১৫’-র আসল বিজয়ী একজনই। পৃথিবী তাকে দেখেছে। প্রতীক সেহজপাল তুমি সকলের মন জয় করেছ। যে তারকা ‘বিগ বস’-এর বাড়িতে গিয়েছেন, তুমি তাঁদেরই প্রিয় হয়ে উঠেছ। তুমি মানুষের প্রিয়। মাথা উঁচু করে থেকো।’

লিখেছেন, ‘বিজয়ীর নাম ঘোষণার পর স্টুডিয়োর নিস্তব্ধতাই সবটা বুঝিয়ে দিয়েছে। ‘বিগ বস ১৫’-র আসল বিজয়ী একজনই। পৃথিবী তাকে দেখেছে। প্রতীক সেহজপাল তুমি সকলের মন জয় করেছ। যে তারকা ‘বিগ বস’-এর বাড়িতে গিয়েছেন, তুমি তাঁদেরই প্রিয় হয়ে উঠেছ। তুমি মানুষের প্রিয়। মাথা উঁচু করে থেকো।’

১২ ১২
গওহরের পাশাপাশি অ্যান্ডি, শেফালি জরিওয়ালা, গুরমিত চৌধুরি, দেবিনা বন্দ্যোপাধ্যায়, কাম্য পঞ্জাবির মতো তারকাও গলা ফাটিয়েছেন প্রতীকের জন্য। প্রতীকের ‘প্রতীক’ এখন এই সব শুভকামনা।

গওহরের পাশাপাশি অ্যান্ডি, শেফালি জরিওয়ালা, গুরমিত চৌধুরি, দেবিনা বন্দ্যোপাধ্যায়, কাম্য পঞ্জাবির মতো তারকাও গলা ফাটিয়েছেন প্রতীকের জন্য। প্রতীকের ‘প্রতীক’ এখন এই সব শুভকামনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি