Raj Kundra

Raj Kundra-Shilpa Shetty: রাজ-শিল্পার হাসিখুশি জীবন ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

রাজ কুন্দ্রাকে ‘ব্ল্যাকমেল’ করা হচ্ছে বলে জানালেন অভিনেত্রী রাখি সবন্ত। চোখে জল নিয়ে রাখি জানালেন, সদ্য করোনামুক্ত হয়েছেন রাজ। তাঁকে নিয়ে এই নোংরা খেলায় মাতা উচিত নয়।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২০ জুলাই ২০২১ ১৯:২৬
সন্তানদের সঙ্গে তারকা দম্পতি

সন্তানদের সঙ্গে তারকা দম্পতি

রাজ কুন্দ্রাকে ‘ব্ল্যাকমেল’ করা হচ্ছে বলে জানালেন অভিনেত্রী রাখি সবন্ত। একইসঙ্গে তাঁর অভিযোগ, ‘‘হাসিখুশি পরিবারকে ধ্বংস করার চেষ্টা করছে কয়েক জন। যাঁরা শিল্পা শেট্টির মতো ভাল মানুষের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন, তাঁরা এ সব বন্ধ করুন।’’ কথা বলতে বলতে কেঁদে ফেললেন অভিনেত্রী।

পাপারাৎজিদের দৌলতে প্রায়শই রাখির ভিডিয়ো দেখা যায় নেটমাধ্যমে। জিমে আসা, জিম থেকে বেরোনোর পথে মাঝে মধ্যেই পাপারাৎজিদের সঙ্গে আড্ডায় মাতেন রাখি। মঙ্গলবার সেই একই জায়গায় শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারি নিয়ে মুখ খুললেন তিনি।

Advertisement

তাঁর কথায় জানা গেল, বিখ্যাত হিন্দি গান ‘টুক টুক দেখে’-তে নাচ করার সুযোগ তিনি পেয়েছিলেন শিল্পার সূত্রেই। তিনি তাঁর কৃতজ্ঞতা জানালেন ভিডিয়োয়।

রাখি বললেন, ‘‘রাজ কুন্দ্রা এক জন সম্মাননীয় ব্যক্তি। ব্যবসায়ী তিনি। আমি বিশ্বাস করি না, এমন কাজ তিনি করেছেন। আর শিল্পা শেট্টির মতো মানুষ হয় না। তিনি যোগাসনের মাধ্যমে সবাইকে উদ্বুদ্ধ করেন। তাঁর পরিবারে এমন ঘটনা ঘটেনি। কেউ ইচ্ছে করে তাঁদের ফাঁসানোর চেষ্টা করে চলেছে।’’

চোখে জল নিয়ে রাখি জানালেন, সদ্য করোনামুক্ত হয়েছেন রাজ। তাঁকে নিয়ে এই নোংরা খেলায় মাতা উচিত নয়। ‘‘এ সব শুনলে কান্না পেয়ে যায় আমার। এ সব মেনে নেব না। খুব আহত হয়েছি আমি’’, কথা বলতে বলতে গলা ভেঙে এল রাখির।

রাজ-শিল্পা এবং রাখি

রাজ-শিল্পা এবং রাখি

পর্ন ছবি বানানোর অভিযোগে সোমবার মুম্বই পুলিশের হাতে গ্রেফতার হন রাজ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, পর্ন বানানোর পাশাপাশি তিনি তা বিশেষ অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দিতেন মুঠোফোনে। প্রশাসন আরও জানিয়েছে, ঘটনার মূল ষড়যন্ত্রকারীও রাজ। সে সম্পর্কে যথেষ্ট তথ্য-প্রমাণ হাতে রয়েছে মু্ম্বই পুলিশের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement