PoriMoni

তিন জনের সংসার ছিল পরীমণির, এক জনকে হারিয়ে ফেলে শোকাহত নায়িকা

চলতি বছরেই বিয়ে ভাঙে পরীমণির। ছেলে, দাদুকে নিয়ে তাঁর সংসার। এ বার সব থেকে কাছের মানুষকেই হারিয়ে ফেললেন অভিনেত্রী।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৩ ১৩:২১
অভিনেত্রী পরীমণি।

অভিনেত্রী পরীমণি। ছবি: সংগৃহীত।

চলতি বছরে স্বামী শরিফুল রাজের সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন বাংলাদেশের চর্চিত অভিনেত্রী পরীমণি। ছেলে রাজ্য ও দাদুকে নিয়ে সংসার তাঁর। এর মাঝে কয়েক বার অসুস্থ হয়েছেন পরীমণি। অভিনেত্রীর ছেলে রাজ্যকেও হাসপাতালে ভর্তি করাতে হয় বিভিন্ন সময়ে। এর মাঝেই নিজের সব থেকে কাছের মানুষকে হারিয়ে ফেললেন অভিনেত্রী।

Advertisement

খুব ছোট বয়সেই মা হারান, তার পর বাবাও গত হন। বড় হয়েছেন দাদু শামসুল হক গাজির কাছে। বাবা-মা চলে যাওয়ার পর সারা জীবন দাদুর সঙ্গে কেটেছে অভিনেত্রীর। এ বার সেই দাদুকে হারিয়ে ফেললেন তিনি। যাকে নানুভাই বলে ডাকতেন পরীমণি। বেশ কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন তাঁর দাদু। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন পরীমণির দাদু শামসুল হক গাজি। বৃহস্পতিবার রাত ২টো নাগাদ হাসপাতালেই মারা যান তিনি। আপাতত দাদুর মরদেহ নিয়ে জন্মস্থান পিরোজপুরের ভান্ডারিয়ায় গিয়েছেন অভিনেত্রী। সেখানে দিদিমার মরদেহর পাশেই কবর দেওয়া হবে তাঁর দাদুকে। ক’দিন আগে হাসপাতালে ভর্তি থাকাকালীন দাদুকে নিয়ে পরীমণি বলেছিলেন, ‘‘নানার এখন যা অবস্থা, কখন যে কী ঘটে যায়, বলা যায় না। আমি আসলে ভাবতেই পারছি না। নানা না থাকলে আমার যে কী হবে! কী ভাবে থাকব আমি!’’

অভিনেত্রীর দাদুর মৃত্যুর খবর সমাজমাধ্যমে ভাগ করে নেন পরিচালক চয়নিকা চৌধুরী। তিনি বলেন, ‘‘পরীমণি কী হারিয়েছে, তা শুধু সে-ই জানে। এই নানা তার জীবনের কী ছিল, তা আমরা দেখেছি। মানসিক ভাবে খুবই বিপর্যস্ত হয়ে আছে পরীমণি। জানি না এই শোক সইবে কী করে পরী।’’

Advertisement
আরও পড়ুন