Pori Moni

পরীমণির মন জিততে কী করেন তিনি? প্রকাশ্যে উদাহরণ দিলেন অভিনেত্রীর স্বামী

ঝড়ঝাপটা পেরিয়ে কোন দিকে এগোচ্ছে রাজ-পরীমণির দাম্পত্য? এ বার প্রকাশ্যে উত্তর দিলেন শরিফুল রাজ।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৩ ১৭:৩২
স্ত্রী পরীমণির মান ভাঙাতে যে কাজটি করে থাকেন শরিফুল রাজ।

স্ত্রী পরীমণির মান ভাঙাতে যে কাজটি করে থাকেন শরিফুল রাজ। —ফাইল চিত্র।

বছরের শুরুটা খুব একটা ভাল হয়নি পরীমণি-রাজের। দিন কয়েক আগেই প্রায় ভাঙতে বসেছিল তাঁদের দাম্পত্য। তবে ঝড়ঝাপটা পেরিয়ে সংসারে শান্তি ফিরেছে তাঁদের। বিয়ে ভাঙার খবর প্রকাশ্যে আসা ও সপ্তাহ খানেকের মধ্যেই সব মিটমাট হয়ে যাওয়ায় এই গোটা পর্বে প্রকাশ্যে একসঙ্গে দেখা যায়নি তাঁদের। সম্প্রতি ঢাকায় একটি অনুষ্ঠানে স্বামীর সঙ্গে হাজির হন পরীমণি। সঙ্গে দেখা গেল ছেলে রাজ্যকেও। সংবাদমাধ্যমের মুখোমুখি হতেই প্রশ্ন উড়ে এল, দাম্পত্য কেমন চলছে তাঁদের? উত্তর দিলেন রাজ। অভিনেতার কথায়, ‘‘খুবই ভাল, আমাদের সংসার এখন সুখ-আনন্দে ভরপুর।’’ সেই সঙ্গে রাজ আরও বলেন, ‘‘সব সংসারে ঝুটঝামেলা থাকে। আমি মনে করি, দাম্পত্যজীবনে একটু মান-অভিমান থাকলে ভালবাসার গভীরতা বাড়ে।’’

Advertisement

কিন্তু স্ত্রী পরীমণির মান-অভিমান হলে কী করেন রাজ? সকলের সামনেই পরীমণির গালে চুম্বন করে জানান যে তিনি এ ভাবেই স্ত্রীর মান ভাঙান। স্বামী রাজের কথার জের টেনে অভিনেত্রী বলেন, ‘‘আমরা সুন্দর আছি, ভাল আছি, সেটা কি আমাদের দেখে বোঝা যাচ্ছে না? আশীর্বাদ করবেন যাতে এ ভাবেই আমাদের সামনের জীবনটা সুন্দর ভাবে এগিয়ে যায়।’’

Advertisement
আরও পড়ুন