বিশ্বদরবারে সমাদৃত আরআরআর, শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রীর। গ্রাফিক্স-শৌভিক দেবনাথ
বিশ্বের দরবারে সমাদৃত এস এস রাজামৌলির ছবি ‘আরআরআর’। ‘নাটু নাটু’ গানের জন্য গোল্ডেন গ্লোব জেতে রামচরণ ও জুনিয়র এনটিআর অভিনীত এই ছবি। বিদেশের মাটিতে ভারতীয় ছবির এই জয়জয়কারে গর্বিত দেশের প্রধানমন্ত্রীও। উচ্ছ্বসিত দেশবাসী। ছবির গোটা টিমকে শুভেচ্ছাবার্তা জানিয়ে নরেন্দ্র মোদী নিজের টুইটার অ্যাকাউন্টে লেখেন, ‘‘অত্যন্ত আনন্দের দিন, আমি শুভেচ্ছা জানাতে চাই এই ছবির গোটা টিমকে। এই পুরস্কারে গর্বিত ভারত।’’
এ দিন অনুষ্ঠান মঞ্চে পুরস্কার নিতে ওঠেন সঙ্গীত পরিচালক এম এম কীরাবাণী। তিনি বলেন, ‘‘এই পুরস্কার আমার ভাই এস এস রাজামৌলির। পাশাপাশি এই গানে অবিশ্বাস্য এনার্জি নিয়ে নাচার জন্য রামচরণ এবং জুনিয়র এনটিআরকে ধন্যবাদ।’’
ভারতীয় ছবির এই সাফল্যের পর একে একে শুভেচ্ছাবার্তা আসতে থাকে তারকাদের তরফ থেকে। এক দশক আগে এ আর রহমানের হাতে ধরে প্রথম বার গোল্ডেন গ্লোবস আসে ভারতে। দ্বিতীয় বার এই পুরস্কার প্রাপ্তিতে সুরকার রহমান শুভেচ্ছাবার্তা জানান গোটা টিমকে। তিনি লেখেন, ‘‘অসামন্য, সারা ভারতবাসীর তরফ থেকে অনেক শুভেচ্ছা কীরাবাণী।’’
দেশের জন্য গর্বের এই মুহূর্তে টুইট করে মেগা তারকা চিরঞ্জীবী জানান, এই খবর পেয়ে চোখের জল ধরে রাখতে পারেননি তিনি।
শনিবার লস অ্যাঞ্জেলেসে ছবির বিশেষ প্রদর্শনীতে অংশ নেন রাজামৌলি এবং ছবির অন্যতম অভিনেতা জুনিয়র এনটিআর। অস্কার কমিটির সদস্যরাও এই ছবি দেখার পর প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।