Celeb Death

প্রয়াত ‘পথের পাঁচালী’র ‘দুর্গা’, ক্যানসারের কাছে হার মানলেন উমা দাশগুপ্ত

চিরঞ্জিৎ চক্রবর্তী প্রবীণ অভিনেত্রীর মৃত্যুর খবরে সিলমোহর দিয়েছেন। জানিয়েছেন, ক্যানসারের কাছে হার মেনেছেন ‘পথের পাঁচালী’র ‘দুর্গা।’

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ১২:৪৭
প্রয়াত ‘পথের পাঁচালী’র ‘দুর্গা’ উমা দাশগুপ্ত।

প্রয়াত ‘পথের পাঁচালী’র ‘দুর্গা’ উমা দাশগুপ্ত। ছবি: সংগৃহীত।

প্রয়াত উমা দাশগুপ্ত। সোমবার সকাল ৮টা নাগাদ মৃত্যু হয়েছে তাঁর। বিধায়ক-পরিচালক-অভিনতা চিরঞ্জিৎ চক্রবর্তী খবরের সত্যতায় সিলমোহর দিয়েছেন। একই আবাসনের বাসিন্দা তাঁরা। চিরঞ্জিতের কথায়, “সকালে ওঁর মেয়ের সঙ্গে দেখা হয়েছিল। তখনই জানালেন, উমাদি চলে গিয়েছেন। কয়েক বছর আগে ক্যানসার হয়েছিল তাঁর।” চিকিৎসায় সাড়াও দিয়েছিলেন প্রাথমিক ভাবে। কিন্তু নতুন করে ফিরে আসে মারণরোগ। অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাঁকে ভর্তি করানো হয়েছিল এক বেসরকারি হাসপাতালে। সেখানেই প্রয়াত হলেন উমাদেবী।

Advertisement

মাত্র একটি ছবিতে অভিনয়। তাতেই বিশ্বজোড়া খ্যাতি। ১৯৫৫ সালে সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’তে তিনি ‘অপু’র দিদি ‘দুর্গা’। কিশোরী বয়সের সেই চরিত্রকে পর্দায় জীবন্ত করেছিলেন উমা। এর পর তাঁকে আর পর্দায় দেখা যায়নি। পেশাগত জীবনে তিনি ছিলেন শিক্ষক।

কিন্তু কেন আর পর্দায় দেখা গেল না উমাকে? সত্যজিৎ নেই। তাঁকে ঘিরে কোনও স্মৃতি কি পরিচালক-পুত্র সন্দীপ রায়ের মনে থেকে গিয়েছে? জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। সন্দীপের কথায়, “তখন আমি শিশু। ফলে, সে ভাবে কোনও স্মৃতিই আর নেই। উমাদি তখন মাত্র ১৪। পরে আর অভিনয় করেননি। ফলে, ওঁর সঙ্গে আমাদের আর যোগাযোগ ছিল না।” পরিচালক-পুত্রের আফসোস, সেই সময়ের সব স্মৃতি প্রয়াত অভিনেত্রী সঙ্গে নিয়ে চলে গেলেন! কেন আর অভিনয় করেননি, সে বিষয়েও কিছু জানেন না সন্দীপ।

এর আগেও একাধিক বার উমা দাশগুপ্তের মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়েছে। এ-ও শোনা গিয়েছিল, তিনি নাকি বৃদ্ধাবাসে থাকেন। তাঁর প্রয়াণের খবরের পাশাপাশি সেই খবর ভুয়ো, এ কথাও জানান প্রতিবেশী, অভিনেতা চিরঞ্জিৎ।

Advertisement
আরও পড়ুন