Pathaan

‘এরা শুধু ঘেউ ঘেউ করে’, ‘পাঠান’-এর সাফল্যে বয়কট বাহিনীকে একহাত নিলেন প্রকাশ রাজ

‘পাঠান’ বয়কট রব তুলেছিল দেশের গেরুয়া শিবিরের একাংশ। এ বার তাঁদের প্রায় তুলোধনা করলেন অভিনেতা প্রকাশ রাজ।

Advertisement
সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:০৭
picture of prakash raj, shah rukh khan still from pathaan movie

‘পাঠান’-এর সাফল্যে বয়কট বাহিনীকে তুলোধনা করলেন প্রকাশ রাজ। ছবি: সংগৃহীত।

প্রকাশ রাজ। দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেতা। মতপ্রকাশে বরাবরই অকুতভয়। সোজাসাপটা কথা বলতেই পছন্দ করেন প্রকাশ। পাঠান প্রসঙ্গ যখনই দেশে বয়কট-বিক্ষোভ-এর ডাক দিয়েছে গেরুয়া শিবিরের একাংশ, প্রতি বার সুর চড়িয়েছেন তিনি। ‘পাঠান’–এর সাফল্যের ‘বলিউড বয়কট’ ধারা প্রসঙ্গে গেরুয়া শিবিরকে একহাত নিলেন প্রকাশ রাজ। অভিনেতার অভিযোগের আঙুল উঠল ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রীর দিকেও। শাহরুখের ছবি ‘পাঠান’ বয়কটের যে রব উঠেছিল, দেশে, তাঁদের প্রসঙ্গে প্রকাশ বলেন, ‘‘এরা শুধু ঘেউ ঘেউ করবে, কামড়াবে না।’’

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রকাশ বলেন, ‘‘এরা পাঠান বয়কট করতে চেয়েছিল। ইতিমধ্যেই ৭০০ কোটির ব্যবসা করে ফেলেছে শাহরুখের ছবি। এ দিকে এই মূর্খরা, যারা পাঠান নিষিদ্ধ করতে চেয়েছিল, তারা নরেন্দ্র মোদীর ছবিই ঠিক করে সফল করতে পারেনি। তাই এরা শুধুই ঘেউ ঘেউ করতে পারে। কামড়াতে আসবে না। খামোকা শব্দদূষণ।’’

পাশাপাশি ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী ছবিকে ও তাঁকেও তীব্র ভৎর্সনা করে প্রকাশ বলেন, ‘‘একেবারে নির্লজ্জ পরিচালক।‘দ্য কাশ্মীর ফাইল্‌স’ অত্যন্ত খারাপ একটা ছবি। ওর ছবি অস্কারের যোগ্য বলে যে দাবি করছেন, আমার প্রশ্ন অস্কার ওকে দিচ্ছে কে?’’

প্রকাশ জানান, তাঁর কাছে খবর আছে এই ধরনের প্রচারসর্বস্ব ছবি করার জন্য প্রায় ২০০০ হাজার কোটি টাকা নিয়োগ করা হয়েছে। তাঁর স্পষ্ট কথা, ‘‘এরা মানুষকে বোকা বানাতে পারে শুধু।’’

যদিও এই ছবি সাফল্যের পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ‘‘শিল্পীকে সব সময় সম্মান দেওয়া উচিত। তবে ছবি নির্মাণের ক্ষেত্রে প্রযোজক, পরিচালকদেরও সাবধানী হওয়া কাম্য। এমন কোনও ছবি বা দৃশ্য ব্যবহার করা উচিত নয়, যা সাধারণ মানুষের ভাবাবেগে আঘাত করে।’’

আরও পড়ুন
Advertisement