Raghav Chadha Bungalow

মুম্বইয়ের অভিজাত পল্লি ছেড়ে রাঘবের সরকারি আবাসনেই কি সংসার পাতবেন পরিণীতি?

দু’জনের কর্মক্ষেত্র দু’টি আলাদা শহরে। তা হলে কি এ বার মুম্বই ছেড়ে পাকাপাকি দিল্লিতে সংসার পাতছেন পরিণীতি?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৮:০৯
(বাঁ দিকে) পরিণীতি চোপড়া এবং রাঘব চড্ডা (ডান দিকে)।

(বাঁ দিকে) পরিণীতি চোপড়া এবং রাঘব চড্ডা (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

তিনি হিন্দি ছবির নায়িকা। স্বামী রাজ্যসভার সাংসদ। বিনোদন ব্যক্তিত্বের সঙ্গে রাজনীতিবিদের গাঁটছড়া বাঁধার ঘটনা বেশ বিরল। পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডার দুজনের কর্মক্ষেত্র দু’টি আলাদা শহরে। তা হলে কি এ বার মুম্বই ছেড়ে দিল্লিতে স্বামী রাঘবের পান্ডারা রোডের সরকারি বাংলোতেই নতুন সংসার পাতবেন নায়িকা?

Advertisement

রবিবার রূপকথার মতো বিয়ে সারেন রাঘব-পরিণীতি। বিয়ের আসর বসে উদয়পুরের পিচোলা হ্রদের ধারে। বিয়ে সেরেই সোমবার সকালে স্বামীর হাত ধরে এসে পৌঁছন দিল্লিতে। রাঘবের বাসভবনে ঢোল বাজিয়ে স্বাগত জানানো হয় অভিনেত্রীকে। পরনে সবুজ চুড়িদার, গলায় মঙ্গলসূত্র, কপালে সিঁদুর... রাঘবের হাত ধরে বাড়িতে প্রবেশ করলেন অভিনেত্রী। এ বার তোড়জোড় অভিনেত্রীর রিসেপশনের। শোনা যাচ্ছে, বিরাট-অনুষ্কা, দীপিকা-রণবীর, প্রিয়ঙ্কা-নিকের মতো একাধিক শহরে রিসেপশন পার্টির আয়োজন রাখছেন রাঘব ও পরিণীতি। দিল্লিতে জন্ম রাঘবের, সেখানেই বড় হয়ে ওঠা। তাঁর বেশির ভাগ আত্মীয়-পরিজন এবং বন্ধু রাজধানীর বাসিন্দা। তাই সেখানে একটি রিসেপশন পার্টি থাকছেই। তবে খবর, খাস দিল্লিতে নয়, গুরুগ্রামের এক বিলাসবহুল হোটেলে হতে চলেছে সেই অনুষ্ঠান। সেখানে আমন্ত্রিত রাঘবের কর্মজীবনের চেনা-পরিচিত থেকে বড় বড় নেতা-মন্ত্রীরা।

অন্য দিকে, স্ত্রী পরিণীতির কর্মজগতের লোকেদের অর্থাৎ বলি-তারকাদের জন্য আয়োজন করা হচ্ছে আরেকটি অনুষ্ঠান। তবে শোনা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠান মিটলে রাঘবের সঙ্গে তাঁর পান্ডারা রোডের বাংলোতেই নাকি থাকবেন নায়িকা। তবে মধুচন্দ্রিমা নিয়ে এখনই মুখ খোলেননি রাঘব বা পরিণীতি কেউই। শোনা যাচ্ছে, বিয়ের পালা শেষ হলে নিজের আসন্ন ছবির প্রচারে ফিরবেন অভিনেত্রী। সেই কারণে নাকি এই মুহূর্তেই মধুচন্দ্রিমায় যাওয়া হচ্ছে না নবদম্পতির।

Advertisement
আরও পড়ুন