porimoni

Parimoni: প্রকাশ্যে এল পরীমণির বেবি বাম্প, উচ্ছ্বসিত অনুরাগীরা

ইদের ছুটি কাটাচ্ছেন কক্সবাজারে। একই সঙ্গে আসন্ন মাতৃত্বকেও উপভোগ করছেন তিনি। কক্সবাজার থেকে ফেসবুকে পোস্ট করা তাঁর একের পর এক ছবি দেখে বোঝা যায় তিনি আনন্দে আছেন। 

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ মে ২০২২ ১৬:১৭
মাতৃত্বের খুশিতে মাতোয়ারা পরীমণি।

মাতৃত্বের খুশিতে মাতোয়ারা পরীমণি।

মাতৃত্বের আলোয় আলো হয়ে রয়েছেন পরীমণি। বাংলাদেশের বহুল আলোচিত নায়িকা আপাতত কক্সবাজারে। স্বামী শরিফুল ইসলাম রাজ ও দাদুকে নিয়ে ইদের ছুটি কাটাচ্ছেন। একই সঙ্গে আসন্ন মাতৃত্বকেও জমিয়ে উপভোগ করছেন তিনি। কক্সবাজার থেকে নেটমাধ্যমে পোস্ট করা তাঁর একের পর এক ছবি দেখে বোঝা যায় ভরপুর আনন্দে মাতোয়ারা অভিনেত্রী।

এ বার ইনস্টাগ্রাম-ফেসবুকে নায়িকা নিজেই প্রকাশ করলেন বেবি বাম্পের ছবি। হালকা লিপস্টিক, চোখে চশমা, পরনে সবুজ গাউন। তাঁর মাতৃত্বকালীন ছবি দেখে মুগ্ধ অনুরাগীরা।

Advertisement
দেখা গেল পরীমণির বেবি বাম্প!

দেখা গেল পরীমণির বেবি বাম্প! ছবি ইনস্টাগ্রাম থেকে।

পরীমণি ও রাজের প্রেমময় মুহূর্ত মুগ্ধ করেছে অনুরাগীদের। সে সব ছবির ক্যাপশনে নায়িকা উল্লেখ করেছেন সুইডিশ অভিনেত্রী বার্গম্যানের একটি উক্তি— “শব্দ যখন অতিরিক্ত হয়ে যায়, তখন কথাকে থামিয়ে দেওয়ার জন্য প্রকৃতির একটি প্রেমময় কৌশল হল চুম্বন।”

সেই চুম্বনের সোহাগে-আদরেই কি ভরে গেল হবু মায়ের ছুটির দিনগুলো?

Advertisement
আরও পড়ুন