‘পরমা’ তথ্যচিত্রের একটি দৃশ্যে অপর্ণা সেন। ছবি: সংগৃহীত।
‘বসু পরিবার’ ছবিটি করতে গিয়ে অপর্ণা সেনের সঙ্গে আলাপ। কিন্তু ২০২১ সালে অভিনেত্রীর জন্মদিনে সাক্ষাৎকার নেওয়ার সুযোগ হয় পরিচালক সুমন ঘোষের। তার পরেই সিদ্ধান্ত নেন, ‘রিনাদি’কে নিয়ে তথ্যচিত্র তৈরি করবেন। পরের বছর তৈরি হয় ‘পরমা: আ জার্নি উইথ অপর্ণা সেন’। দেশ-বিদেশের একাধিক চলচ্চিত্র উৎসবে পাড়ি দেওয়ার পর তথ্যচিত্রটি আসন্ন কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখার সুযোগ পাচ্ছেন বাংলার সিনেপ্রেমীরা। তবে বৃহত্তর দর্শকের কথা মাথায় রেখে তথ্যচিত্রটি আগামী ৩ জানুয়ারি মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন সুমন। তবে সেটা বড় পর্দায়।
সাধারণত, তথ্যচিত্র ওটিটি মাধ্যম বা চলচ্চিত্র উৎসবেই দেখে অভ্যস্ত দর্শক। সেখানে বড় পর্দায় ‘পরমা’কে নিয়ে আসার সিদ্ধান্ত কেন নিলেন সুমন। আনন্দবাজার অনলাইনকে পরিচালক বললেন, ‘‘তথ্যচিত্র দেখার ক্ষেত্রে সীমিত হলেও দর্শক রয়েছেন। তা ছাড়া, অপর্ণা সেনের মতো একজন ব্যক্তিত্বকে নিয়ে তৈরি তথ্যচিত্র। ছবিটা দেখলেই বোঝা যাবে, এটা খুবই সিনেম্যাটিক। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে নিজে দেখার পর মনে হয়, এ রকম একটা তথ্যচিত্র বড় পর্দায় মুক্তি পাওয়াই যুক্তিযুক্ত।’’
দু’বছর আগে তথ্যচিত্রের শুটিং করেন সুমন। চলতি বছরে রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় ‘পরমা’র। অপর্ণা সেনকে নিয়ে তথ্যচিত্র তৈরির সিদ্ধান্ত কেন? সুমন বললেন, ‘‘একজন অভিনেত্রী, পরিচালক, সাংবাদিক, সমাজকর্মী হিসেবে রিনাদির অনেকগুলো সত্তা রয়েছে। তিনি তো আক্ষরিক অর্থেই একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। আমার কাছে তো তিনি তো একজন ‘রেনেসাঁস উওম্যান’। তাঁর জীবনকে তথ্যচিত্রে ধরে রাখার লোভ সামলাতে পারিনি।’’
অপর্ণাকে প্রস্তাব দেওয়ার পর তিনি কি প্রথমেই রাজি হন? সুমন হেসে বললেন, ‘‘রিনাদি তার আগে অমর্ত্য সেনকে নিয়ে তৈরি আমার তথ্যচিত্রটা দেখেছিলেন। আমি আমেরিকা থেকে শুধু একটা মেসেজ করে ওঁকে আমার ইচ্ছেটা জানাই। বিশেষ একটা উচ্ছ্বসিত না হয়ে তিনি লিখে পাঠান, ‘ওহ্, আচ্ছা’।’’
অপর্ণার কর্মজীবনের একাধিক ক্ষেত্র রয়েছে। তথ্যচিত্রে তিনি তাঁর কোন অংশটিকে আলোকিত করতে চেয়েছেন? সুমন বললেন, ‘‘তাঁর বিভিন্ন কাজের মধ্যে দিয়ে আমি ব্যক্তি অপর্ণা সেনকে ধরতে চেয়েছি।’’ অপর্ণার সঙ্গে সুমনের কথোপকথনের সূত্র ধরে তৈরি হয়েছে তথ্যচিত্রের চলনের অভিমুখ। তথ্যচিত্রে অপর্ণাকে নিয়ে বলেছেন শাবানা আজ়মি, কঙ্কণা সেনশর্মা, রাহুল বসু, ঋতুপর্ণা সেনগুপ্ত, গৌতম ঘোষ, অঞ্জন দত্ত প্রমুখ। এ ছাড়াও রয়েছে অপর্ণা অভিনীত এবং পরিচালিত একাধিক গুরুত্বপূর্ণ ছবির ক্লিপিংস। পরিচালকের আশা, ছুটির মরসুমে নতুন বছরের শুরুতে এই তথ্যচিত্র প্রেক্ষাগৃহে তার কাঙ্ক্ষিত দর্শক খুঁজে নেবে।